ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মার্সেল চ্যাম্পিয়নশিপ লীগ শুরু

জয় দিয়ে অভিষেক সাইফ স্পোর্টিংয়ের

প্রকাশিত: ০৫:৪৯, ৩০ অক্টোবর ২০১৬

জয় দিয়ে অভিষেক সাইফ স্পোর্টিংয়ের

স্পোর্টস রিপোর্টার ॥ শুরু হয়েছে ‘মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ’ ফুটবল। শনিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় চমক দেখিয়েছে একেবারেই নবাগত দল সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড। ৩-১ গোলে টিএ্যান্ডটি ক্লাবকে হারিয়ে অভিষেকেই দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েছে তারা। জয়ী দলের হয়ে গোলগুলো করেন সুমন আলী (৬ মিনিটে), আরিফুল ইসলাম (১৬) এবং সাজ্জাদ হোসেন (৯২)। বিজিত দলের একমাত্র গোলটি করেন নাইমউদ্দিন (৯০+১৮)। আলোকস্বল্পতা এবং ইনজুরি টাইমের কারণে ম্যাচটি শেষ হতে অনেক দেরি হয়। প্রধান অতিথি হিসেবে লীগের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, ওয়ালটন গ্রুপের স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার ডন। ভিয়েনা ওপেনের সেমিতে মারে স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার মিশনে আরও একধাপ এগিয়ে গেলেন এ্যান্ডি মারে। দারুণ জয়ে ভিয়েনা ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন তিনি। এর ফলে নিজের শেষ ১৪ ম্যাচের সবকটিতেই জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন ব্রিটেনের এই টেনিস তারকা। সবশেষ সাত টুর্নামেন্টে অংশ নিয়ে পাঁচটি শিরোপাই নিজের শোকেসে তুলেছেন তিনি। এবার তার সামনে আরেকটি ট্রফি উঁচিয়ে ধরার হাতছানি। আমেরিকান জন ইসনারের বিপক্ষে প্রথম সেটটি ৬-১ গেমে জিতে উড়ন্ত সূচনা করেন মারে। দ্বিতীয় সেটে ইসনার তিনটি গেম জিতলেও শেষ পর্যন্ত প্রতিপক্ষকে ৬-৩ ব্যবধানে উড়িয়ে দিয়ে সেমিতে পা রাখেন অলিম্পিক চ্যাম্পিয়ন। তার আগে ইনজুরি সমস্যায় ম্যাচের ৭৪ মিনিটে দু’জনই কোর্ট ছেড়েছিলেন। আগের দুই ম্যাচেই তিন সেটের জয় পান মারে। প্রথম রাউন্ডে সেøাভাকিয়ান মার্টিন ক্লিজানকে ৬-৩, ৬-৭ (৫-৭), ৬-০ ও ফ্রান্সের গিলেস সিমনের বিপক্ষে পিছিয়ে থেকেও ৪-৬, ৬-২, ৬-২ গেমে ঘুরে দাঁড়িয়ে কোয়ার্টার ফাইনাল নির্ধারণী দ্বিতীয় রাউন্ডের বাধা পার করেন। ফাইনাল নিশ্চিত করার ম্যাচে মারের প্রতিপক্ষ এখন স্প্যানিশ টেনিস তারকা ডেভিড ফেরার। দিনের অন্য কোয়ার্টার ফাইনালে যিনি সার্বিয়ার ভিক্টর ট্রোইস্কিকে ৬-৩, ৩-৬, ৭-৫ সেটে পরাজিত করেন। এই ইভেন্টে সর্বশেষ দুই বছর আগে চ্যাম্পিয়ন হয়েছিলেন মারে। তার সামনে এবার শিরোপা পুনরুদ্ধারের চ্যালেঞ্জ। দুর্দান্ত ফর্মে থাকা ২৯ বছর বয়সী এই টেনিস সেনসেশন সম্প্রতি চায়না ওপেন ও সাংহাই ওপেনে ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের স্বাদ পেয়েই ভিয়েনার কোর্টে নামেন মারে। এখানেও অপ্রতিরোধ্য গতিতে ছুটছেন তিনি। প্রথবারের মতো বিশ্বসেরার আসনে বসতে জয় ভিন্ন কিছুই ভাবছেন না মারে।
×