ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হারারে টেস্ট

শ্রীলঙ্কার দুর্দান্ত শুরু

প্রকাশিত: ০৫:৪৮, ৩০ অক্টোবর ২০১৬

শ্রীলঙ্কার দুর্দান্ত শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ হারারেতে জিম্বাবুইয়ের বিপক্ষে প্রথম টেস্টে দারুণ সূচনা করেছে টস জিতে ব্যাটিং নেয়া শ্রীলঙ্কা। প্রথমদিন এ রিপোর্ট লেখার সময় ৬০ ওভারে প্রথম ইনিংসে সফরকারীদের সংগ্রহ ২ উইকেটে ২০০ রান। অল্পের জন্য ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পাননি কুশল সিলভা। চা বিরতির পরপরই ৯৪ রান করে ম্যালকম ওয়ালারের বলে বোল্ড হয়েছেন লঙ্কান ওপেনার। তার ১৯৪ বলের ইনিংস ১১টি চার দিয়ে সাজানো। ৭ চারের সাহায্যে ৫৬ রান করে ফিরেছেন সঙ্গী দিমুথ করুনারতেœ। মাত্র ৭১ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৪ রানের ঝড়োইনিংস খেলে ব্যাট করছিলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুশল পেরেরা। করুনারতেœর উইকেটটি নিয়েছেন স্বাগতিক অধিনায়ক গ্রায়েম ক্রেমার। জিম্বাবুইয়ানরা ঘরের মাটিতে শক্তিধর লঙ্কানদের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। জিম্বাবুয়ের এটি নিজেদের শততম টেস্ট ম্যাচ। ‘হাইপ্রোফাইল’ ডেভ হোয়াটমোরের বিদায়ের পর তাদের নতুন কোচ এখন হিথ স্ট্রিক। দেশটির সাবেক এই তারকা অধিনায়কের জন্যই ঐতিহাসিক টেস্ট ম্যাচটা জিততে চায় স্বাগতিকরা। শুক্রবার খেলা শুরুর আগেরদিন অধিনায়ক গ্রায়েম ক্রেমার এমনটাই জানিয়েছেন। তবে কাজটা তাদের জন্য মোটেই সহজ হবে না। প্রথমদিনের শুরুতেই সেই ইঙ্গিত স্পষ্ট। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার অবস্থান যদিও ষষ্ঠ, তবে সামর্থ্য বোঝাতে র‌্যাঙ্কিং যথেষ্ট নয়। দশ দলের মধ্যে সবার নীচে জিম্বাবুইয়ে। সম্প্রতি ঘরের মাটিতে শক্তিধর অস্ট্রেলিয়াকে ‘হোয়াইটওয়াশ’ করে লঙ্কানরা এই সিরিজ খেলতে নামছে। যদিও ইনজুরির জন্য নেই নিয়মিত অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজ। তার পরিবর্তে নেতৃত্ব দেবেন বর্ষিয়ান রঙ্গনা হেরাথ। অভিজ্ঞ ঘূর্ণিতারকাই জিম্বাবুইয়ান ব্যাটসম্যানের জন্য বড় হুমকি। হেরাথ বলেন, ‘আমরা যখন অসিদের হারাই তখন তারা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল। কিন্তু টেস্ট এমন ধরনের ক্রিকেট যেখানে প্রতিপক্ষকে ছোট করে দেখার উপায় নেই। জিম্বাবুইয়ের বিপক্ষেও আমাদের সেরাটা দিতে হবে।’ ১৯৯৪-২০০৪ পর্যন্ত দু’দল মোট ১৫টি টেস্ট খেলেছে, যেখানে শ্রীলঙ্কার জয় ১০টিতে, ড্র ৫। অর্থাৎ লঙ্কানদের বিপক্ষে জিম্বাবুইয়ে কখনই জেতেনি। অথচ টেস্টে নিজেদের ১১ জয়ের সবকটিই এশিয়ানদের বিপক্ষে! গ্রেট স্ট্রিকের জন্য ইতিহাসটা এবার নতুন করে লিখতে চায় ক্রেমার-বাহিনী। আর্থিক দৈন্য ও নানাবিধ সমস্যার কারণে মাঝে পাঁচ বছর টেস্ট থেকে সেচ্চা নির্বাসনে ছিল এক সময়ে আফ্রিকান অঞ্চলের সম্ভাবনাময় জিম্বাবুইয়ে। ফেরার পর গত দুই মৌসুমেও মাঠের পারফর্মেন্স ভাল নয়। ওয়ানডে-টি২০ সিরিজে হেরেছে আফগানিস্তানের মতো সহযোগী দেশের কাছে। কয়েকবার নির্বাচক প্যানেল বদল হয়েছে, ছাঁটাই হয়েছেন একাধিক কোচ! এই সিরিজে লঙ্কানরা পরিষ্কার ফেবারিট।
×