ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কিউইদের উড়িয়ে দিয়ে ওয়ানডে সিরিজ ভারতের

প্রকাশিত: ০৫:৪৮, ৩০ অক্টোবর ২০১৬

কিউইদের উড়িয়ে দিয়ে ওয়ানডে সিরিজ ভারতের

স্পোর্টস রিপোর্টার ॥ ‘ফয়সালার’ শেষ ওয়ানডেতে কিউইদের ১৯০ রানের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২এ জিতে নিল মহেন্দ্র সিং ধোনির দল। শনিবারের চূড়ান্ত লড়াইয়ে পাত্তাই পায়নি নিউজিল্যান্ড। বিশাখাপত্তমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৬৯ রানের ‘ফাইটিং’ স্কোর গড়ে ভারত। জবাবে ২৩.১ ওভারে মাত্র ৭৯ রানে অলআউট হয় কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড! রোহিত শর্মা (৬৫ বলে ৭০), বিরাট কোহলি (৭৬ বলে ৬৫) ও ধোনির (৫৯ বলে ৪১) কার্যকর ব্যাটিংয়ে স্বাগতিকরা প্রতিপক্ষকে ২৭০ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ওপেনার অজিঙ্কা রাহানে ব্যক্তিগত ২০ রান করে সাজঘরে ফেরেন। দলীয় ৪০ রানে প্রথম উইকেট হারায় ভারত। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে রোহিত-কোহলি মূল্যবান ৭৯ রান যোগ করেন। ম্যাচ ও সিরিজসেরার দুটি পুরস্কারই গেছে স্পিনার অমিত মিশ্রর পকেটে। দীর্ঘদিন পর এদিন রেহিতের ব্যাট কথা বলে। ৬৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় সাজানো ৭০ রানের ইনিংসটা তারকা ওপেনারকে আত্মবিশ্বাস যোগাবে। এরপর দুই ফরমেটের দুই অধিনায়ক ধোনি-কোহলি তৃতীয় উইকেটে গড়েন ৭১ রানের মূল্যবান জুটি। শেষদিকে কাদের যাদবের ৩৭ বলে ৩৯*, অক্ষর প্যাটেলের ১৮ বলে ২৪ রান উল্লেখ্য। কিউদের হয়ে ট্রেন্ট বোল্ট ও ইশ সোধী নেন ২টি করে উইকেট। তবে ম্যাচের আসল গল্পটা লেখেন ভারতীয় বোলাররা। যেখানে নেতৃত্ব দেন মিশ্র। নিউজিল্যান্ডের হয়ে দুই অঙ্কের দেখা পেয়েছেন কেবল উইলিয়ামসন (২৭), টম লাথাম (১৯) ও রস টেইলর (১৯ )। চার ব্যাটসম্যান রানের খাতাই খুলতে পারেননি। মাত্র ১৮ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন মিশ্র। এর মধ্য দিয়ে স্পিনার হিসেবে দ্বিপক্ষীয় কোন সিরিজে সর্বোচ্চ উইকেট (১৪) নেয়ার নতুন রেকর্ড গড়েছেন তিনি। মাত্র ২৩.১ ওভারে অলআউট হয়েছে নিউজিল্যান্ড, ওয়ানডেতে এটি দলটির কম ওভারে গুটিয়ে যাওয়ার নতুন ‘লজ্জার’ রেকর্ড! অপর স্পিনার অক্ষর প্যাটেল নিয়েছেন ২ উইকেট। বিশাখাপত্তমে এদিন জয়ন্ত যাদবের অভিষেক হয়। মাঠের ব্যতিক্রম দৃশ্য, ভারতীয় ক্রিকেটারদের কারও জার্সির পেছনে লেখা সরোজ, কারও দেবকী তো কারও আবার সুজাতা। একটি বেসরকারী সংস্থার সঙ্গে যৌথভাবে ‘নয়ি সোচ’ নামে নতুন এক ক্যাম্পেইন শুরু করেছে ইন্ডিয়ান বোর্ড (বিসিসিআই)। তাই এমন সিদ্ধান্ত। ধোনি জানিয়েছেন, ‘এতদিন বাবার নাম লেখা থাকত, এবার মায়েদের সম্মান জানানোর পালা।’ টেস্টে ‘৩-০’তে হোয়াইটওয়াশ হওয়ার পর নিউজিল্যান্ড যখন প্রথম ওয়ানডতেও হারে, অনেকে ধরেই নিয়েছিলেন রঙিন পোশাকেও পাত্তা পাবে না সফরকারীরা। সেই তারাই শেষ ওয়ানডেটাকে ‘ফাইনাল’ বানিয়ে তোলে। দু’বারই পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ায় উইলিয়ামসনের দল। যদিও শেষটা মোটেই ভাল হলো না।
×