ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পিএসজিতে সৌরভ ছড়াচ্ছেন কাভানি

প্রকাশিত: ০৫:৪৭, ৩০ অক্টোবর ২০১৬

পিএসজিতে সৌরভ ছড়াচ্ছেন কাভানি

স্পোর্টস রিপোর্টার ॥ দুঃসময়ে আরও একবার ত্রাতার ভূমিকায় এডিসন কাভানি। শুক্রবার তার করা একমাত্র গোলেই যে লিলকে হারায় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। সেইসঙ্গে ফ্রেঞ্চ লীগ ওয়ানের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে তার দল। ডেভিড বেকহ্যাম ও জ¬াতান ইব্রাহিমোভিচদের নিয়ে গত কয়েক মৌসুম ধরে ফ্রেঞ্চ লীগে এককভাবেই রাজত্ব করেছে পিএসজি। শেষ চার মৌসুমেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা। তবে চলতি মৌসুমে ইব্রা-বেকহ্যামদের ছাড়াই মিশন শুরু করে পিএসজি। তার প্রভাবও পড়ে গেছে ইতোমধ্যে। এবারই পিএসজি যেন কিছুটা ছন্নছাড়া। গত সপ্তাহে মার্শেইর বিপক্ষে ড্র করে পয়েন্ট হারায় তারা। তবে শুক্রবার কষ্টার্জিত জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে উনাই এমরির শিষ্যরা। শুক্রবার লিলের মাঠে আতিথ্য পেয়েছিল প্যারিস সেইন্ট জার্মেই। আগের ম্যাচ ড্র করায় এই ম্যাচটি ছিল পিএসজির জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুরু থেকে বেশ ভালই খেলছিল সফরকারীরা। কিন্তু বেশ কিছু সুযোগ পেলেও সেগুলোকে কাজে লাগাতে ব্যর্থ হচ্ছিলেন কাভানি-ডি মারিয়ারা। এর মাশুলও দিতে হয় এমরির শিষ্যদের। গোলশূন্য থেকেই প্রথমার্ধ শেষ করে তারা। তবে দ্বিতীয়ার্ধেই জ্বলে ওঠে প্যারিস সেইন্ট জার্মেই। বিরতির পর গোলের দেখা পায় ফ্রেঞ্চ লীগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের ৬৫ মিনিটে গোল করেন পিএসজির উরুগুইয়ান স্ট্রাইকার এডিসন কাভানি। এ্যাঞ্জেল ডি মারিয়ার কৌশলগত পাস দারুণ দক্ষতায় প্রতিপক্ষের জালে জড়ান কাভানি। এরপর আর কোন দলই অবশ্য গোল করতে পারেনি। যে কারণে জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। পিএসজিকে আরও আগেই বিদায় বলে দিয়েছেন ইংলিশ ফুটবলের জীবন্ত কিংবদন্তি ডেভিড বেকহ্যাম। চলতি মৌসুম শুরুর আগে ফরাসী লীগকে বিদায় বলে দেন ইব্রাহিমোভিচও। বর্তমানে যিনি ইংলিশ প্রিমিয়ার লীগে নতুন করে ঠিকানা গড়েছেন। এখন প্রিমিয়ার লীগের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে খেলছেন সুইডিশ স্ট্রাইকার। পিএসজিতে গোল মেশিন হয়ে যাওয়া সেই ইব্রার অনুপস্থিতিতে এখন আলো ছড়াচ্ছেন এডিসন কাভানি। চলতি মৌসুমে দারুণ খেলছেন তিনি। পিএসজির জার্সিতে শেষ ১০ ম্যাচে করেছেন ১৩ গোল! ২৯ বছর বয়সী এই উরুগুইয়ান ফরোয়ার্ডের পারফর্মেন্সে মুগ্ধ-বিমোহিত পিএসজির কোচ উনাই এমরি। তবে আক্রমণ ভাগে কাভানির মতো আরও গোলস্কোরার চাইছেন তিনি। এ প্রসঙ্গে এক সাক্ষাতকারে লরেন ব্ল্যাঙ্কের উত্তরসূরি বলেন, ‘আমাদের এমন খেলোয়াড় প্রয়োজন যে গোল করতে পোরে। যেমনটি করছেন কাভানি। তার মতো আমাদের আরও খেলোয়াড় প্রয়োজন। এ বিষয়ে খেলোয়াড়দের অবশ্যই আরও সচেতন হতে হবে যে, আমাদের পারফর্মেন্সের উন্নতি করতে হবে।’ এরপর তাদের সাম্প্রতিক পারফর্মেন্সের ব্যাপারে উনাই এমরি বলেন, ‘আমাদের সাম্প্রতিক পারফর্মেন্সকে কোনভাবেই ভাল বলা যাবে না। আমাদের ম্যাচগুলোর গভীর বিশ্লেষণ করতে হবে। তবে এটা খুবই সুস্পষ্ট যে আমাদের পারফর্মেন্সের আরও উন্নতি করতে হবে।’ লিলের বিপক্ষে এই জয়ের ফলে ফ্রেঞ্চ লীগ ওয়ানের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে পিএসজি। মৌসুমের প্রথম ১১ ম্যাচের ৭টিতে জয় এবং সমান দুটি করে ড্র ও হেরেছে তারা। পিএসজির সংগ্রহে ২৩ পয়েন্ট। এক ম্যাচ কম খেলেও লীগ টেবিলের শীর্ষে আছে নিস। ১০ ম্যাচের ৮টিতে জয় আর বাকি দুই ম্যাচে ড্র করেছে তারা। এখন পর্যন্ত কোন হার না দেখা নিসের সংগ্রহে ২৬ পয়েন্ট। এছাড়া ২২ পয়েন্ট নিয়ে তিন নাম্বারে অবস্থান করছে মোনাকো।
×