ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এক সঙ্গে ৮৩ উপগ্রহ

প্রকাশিত: ০৫:৪৩, ৩০ অক্টোবর ২০১৬

এক সঙ্গে ৮৩ উপগ্রহ

আগামী বছর জানুয়ারিতে মহাকাশে এক সঙ্গে ৮৩টি উপগ্রহ পাঠাতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এখন পর্যন্ত এক সঙ্গে ৩৭টি উপগ্রহ পাঠানোর নজির রয়েছে রাশিয়ার দখলে। তারপরই আমেরিকার ২৯টি। এ বছরের ২২ জুন ২০টি উপগ্রহ পাঠিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারত। ইসরোর এই প্রচেষ্টা সফল হলে তা সব রেকর্ডকে ছাপিয়ে যাবে। মার্স অরবিটার মিশনের (এমওএম) প্রোজেক্ট ডিরেক্টর সুব্বিয়া অরুণান মুম্বাইয়ে অনুষ্ঠিত ব্র্যান্ড ইন্ডিয়া সামিটে জানান, মহাকাশে যে ৮৩টি উপগ্রহ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইসরো, তার মধ্যে ৬০টি মার্কিন যুক্তরাষ্ট্রের, ২০টি ইউরোপের ও ২টি ব্রিটেনের। ২০১৪-য় প্রথম প্রচেষ্টাতেই মঙ্গলের কক্ষপথে পৌঁছে বিশ্বকে চমকে দিয়েছিল ইসরো। আন্তর্জাতিক প্রশংসাও কুড়িয়েছিল এই অভাবনীয় সাফল্যের জন্য। যে রকেটে চড়ে উপগ্রহেরা তাদের গন্তব্যে পৌঁছবে, সেই পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকলকে (পিএসএলভি) আরও উন্নত প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। সমস্ত উপগ্রহকে কক্ষপথে ছেড়ে আসা পর্যন্ত সেই কক্ষেই অবস্থান করবে পিএসএলভি-এক্সএল। অরুণান আরও জানান, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইসরোর কাছে। প্রায় ১৬০০ কেজি ওজন নিয়ে মহাকাশে পাড়ি দেবে এই রকেট। ২০২০-তে মঙ্গলের পথে দ্বিতীয়বারের জন্য পাড়ি দেবে ভারত। এবার মঙ্গলের আরও কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। - আনন্দবাজার পত্রিকা।
×