ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রবালের ভাগাড়

প্রকাশিত: ০৫:৪৩, ৩০ অক্টোবর ২০১৬

প্রবালের ভাগাড়

গ্রেট ব্যারিয়ার রিফ নামে পরিচিত অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলীয় বৃহত্তম প্রবাল কলোনি এখন প্রবালের ভাগাড়ে পরিণত হয়েছে বলে বিজ্ঞানীরা মন্তব্য করেছেন। স্মরণকালের ভয়াবহ কোরাল ব্লিচিং বা প্রবাল সাদা হয়ে যাওয়ার প্রেক্ষাপটে তারা এই মন্তব্য করেন। অস্ট্রেলিয়ান রিসার্চ সেন্টার (এআরসি) চলতি বছর আরও আগের দিকে প্রবালপ্রাচীর নিয়ে একটি ব্যাপক সমীক্ষা পরিচালনা করে। তারা দেখতে পায়, কোন কোন স্থানে প্রবাল ৭৩ শতাংশ পর্যন্ত সাদা হয়ে গেছে। নানা রঙের প্রবালপ্রাচীরটি দেশটির অন্যতম পর্যটন আকর্ষণ। কিন্তু এর বড় একটি অংশ সাদা হয়ে যাওয়ায় যে শুধু পর্যটক আকর্ষণ কমেছে তাই নয় বরং একই সঙ্গে এটি প্রবালপ্রাচীরের জন্য একটি অশনি সঙ্কেত। ব্লিচিং ইঙ্গিত দিচ্ছে যে অদূর ভবিষ্যত প্রবালপ্রাচীর বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রবালের বিষয়টি নিয়ে গবেষণার জন্য সরকারের উদ্যোগে গঠিত হয়েছে কোরাল ব্লিচিং টাস্কফোর্স। টাস্কফোর্সের বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাদা হয়ে যাওয়ার অর্থ কোরালের মৃত্যু নয়। বরং কোরালকে অবলম্বন করে ছত্রাক জাতীয় জলজ প্রাণীর কোরাল ত্যাগ করা। কোরাল বিলুপ্ত না হলেও সাগরের জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। -হাফিংটন পোস্ট
×