ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাসের ধাক্কায় ঢাকা কলেজছাত্রের ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৫:৪২, ৩০ অক্টোবর ২০১৬

বাসের ধাক্কায় ঢাকা কলেজছাত্রের ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে বেপরোয়া বাসের ধাক্কায় ঢাকা কলেজের ছাত্র বাবুল হালদারের ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় এক রিক্সাচালকও গুরুতর আহত হন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাবুল ঢাকা কলেজের ইংরেজী বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তিনি সূত্রাপুরের গোপীমোহন বসাক লেনে একটি মেসে থাকেন। আহত বাবুলের স্বজনরা জানান, শনিবার সকাল আটটার দিকে কলেজের উদ্দেশে বাসা থেকে বের হয় বাবুল। শনিবারই তার চতুর্থ বর্ষের ফর্ম ফিলাপের শেষ দিন ছিল। বাবুল ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের সামনের ফুটপাথ দিয়ে হেঁটে যাওয়ার সময় শুভযাত্রা পরিবহনের একটি বাস ফুটপাথের ওপর উঠে পড়ে। এতে বাসের ধাক্কায় তার ডান হাত কনুই থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানেও তিনি আঘাতপ্রাপ্ত হন। এ ঘটনায় টেংকু (৩২) নামে এক রিক্সাচালকও আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই বাবুলের বন্ধু সাইফুল গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। বাবুলের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মকসুদপুরের বাসুদেবপুরে । বংশাল থানার এসআই মোঃ রেজা জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। বিচ্ছিন্ন হাত জোড়া দিলেন চিকিৎসকরা ॥ ঢাকা কলেজের শিক্ষার্থী বাবুল হালদারের বিচ্ছিন্ন হাতটি দশ ঘণ্টার অপারেশনে সফলভাবে জোড়া লাগাতে সক্ষম হয়েছেন চিকিৎসকরা। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে শনিবার রাত সাড়ে নয়টায় অপারেশন শেষ হয়। বিচ্ছিন্ন হাতসহ আহত বাবুল হালদারকে ঢামেক হাসপাতালে ভর্তি করলে দুপুরে ওটিতে অপারেশনের জন্য নেয়া হয়। বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সমন্বয়ক ডাঃ সামন্ত লাল সেন জানান, ‘অপারেশন সম্পন্ন হয়েছে। আমরা আশাবাদী, তার হাত ঠিক হয়ে যাবে।’ শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বাবুল আর ভাল হবে না বলে ভেবেছিলেন তার মেজো ভাই উত্তম হালদার। তিনি অপারেশনের পর জানান, ‘ঈশ্বরের অশেষ কৃপা, আমার ভাইয়ের হাত জোড়া লেগেছে। দুপুর থেকে টানা অপারেশন হয়েছে তার। আমরা ভেবেছিলাম, আমার ভাইয়ের হাত পঙ্গু হয়ে যাবে। এখন ডাক্তাররা বলছেন, সফলভাবে তার হাত জোড়া লাগানো সম্ভব হয়েছে। আশা করা যাচ্ছে ভাল হয়ে যাবে।’ এদিকে বাসের চাপায় সহপাঠী আহত হওয়ার ঘটনায় ঢাকা কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে তারা রাস্তায় নেমে আসেন। পরবর্তীতে নিউমার্কেট থানা পুলিশ এসে শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসে ফিরিয়ে দেয়। ঘাতক বাসটিকে আটক করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বংশাল থানার ডিউটি অফিসার এসআই এমদাদুল হক। তিনি বলেন, ‘ফুটপাথের ওপর তুলে দেয়ার পর শুভযাত্রা পরিবহনের বাসটির চালক ও হেলপার পালিয়েছে। আমরা বাসটি উদ্ধার করে ডাম্পিংয়ে পাঠিয়েছি।’
×