ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এক ইঞ্চি রাস্তাও দখল করতে দেয়া হবে না ॥ মেয়র খোকন

প্রকাশিত: ০৫:৩১, ৩০ অক্টোবর ২০১৬

এক ইঞ্চি রাস্তাও দখল করতে দেয়া হবে না ॥ মেয়র খোকন

স্টাফ রিপোর্টার ॥ কোন অবৈধ দখলদারকে এক ইঞ্চি রাস্তাও দখল করতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। একই সঙ্গে অবিলম্বে গুলিস্তানের হকারদের অস্থায়ীভাবে পুনর্বাসন করার পর হকার উচ্ছেদ করার ঘোষণা দিয়েছেন তিনি। এজন্য তিনি গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পাশের যে কোন স্থানে আড়াই হাজারের বেশি হকারকে পুনর্বাসন করার বিষয়ে পরিকল্পনার কথা সাংবাদিকদের জানান। শনিবার রাজধানীর গুলিস্তান নগর ভবনে ডিএসসিসির সাধারণ ও সংরক্ষিত নারীসহ মোট ৭৬ কমিশনারকে নিয়ে ফুটপাথ অবৈধ দখলমুক্ত করার লক্ষ্যে করা জরুরী বৈঠকে মেয়র এসব কথা বলেন। মেয়র বলেন, গুলিস্তানের হকারদের কবে নাগাদ উচ্ছেদ করা হবে এ সম্পর্কে তিনি বলেন, পুলিশের সঙ্গে আলোচনা করে দিনক্ষণ ঠিক করা হবে। উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়নে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সর্বাত্মক সহায়তা কামনা করেন। তিনি বলেন, উচ্ছেদকালে ডিএসসিসির নির্বাচিত সকল কমিশনারকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে হকার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করব। এজন্য তিনি মিডিয়ার সার্বিক সহায়তার আহ্বান জানান। সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র দৃঢ়কণ্ঠে-দ্ব্যর্থহীন ভাষায় বলেন, আজ থেকে সকল কমিশনারকে উদ্দেশ করে বলছিÑডিএসসিসি এলাকার এক ইঞ্চি জমিও অবৈধ দখলদারদের জন্য ছাড় দেব না। এর জন্য প্রয়োজনে যা করা দরকার তাই করা হবে। শুধু গুলিস্তান নয়, সকল ওয়ার্ড ও মহল্লায় দখলকৃত জনগণের সকল প্রকার সম্পত্তি আমরা উদ্ধার করব। এ সময় তিনি কয়েক কমিশনারের কাছ থেকে দখল করা জমি উদ্ধারের সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একই সঙ্গে অতিদ্রুত অবৈধ দখলকৃত এসব স্থান ডিএসসিসির দখলে এনে জনগণের ব্যবহারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও ঘোষণা দেন। গোলাপবাগ এলাকার ওয়ার্ড কমিশনারের অনুরোধের পর মেয়র বলেন, আগামী সোমবার গোলাপবাগ মাঠ দখলমুক্ত করে শিশুদের খেলার উপযুক্ত করে দেয়া হবে। এছাড়া বকশিবাজার পার্ক দখল করে গড়ে তোলা রিক্সার গ্যারেজ দখলমুক্ত করে মাঠটি ব্যবহার উপযোগী করতে তিনি স্থানীয় ওয়ার্ড কমিশনারকে সহায়তার আশ্বাস দেন। এসময় কয়েক কমিশনার বলেন, গুলিস্তানের হকারদের কারা বিদ্যুত সংযোগ দেন, কারা তাদের ব্যবসা করতে সহায়তা করেন তা খুঁজে বের করলেই সমস্যার সমাধান হয়ে যাবে। তাছাড়া সকল অবৈধ দখলদারের ব্যবহৃত সম্পত্তি উদ্ধারে পুলিশের সহায়তায় ডিএসসিসিকে বিশেষ পদক্ষেপ গ্রহণের জন্য মেয়রকে তারা অনুরোধ জানান। উল্লেখ্য, গত বৃহস্পতিবার গুলিস্তানে দুই দফা ফুটপাথের হকার উচ্ছেদ অভিযান পরিচালিত হওয়ার পর হকার ও ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়। একপর্যায়ে হকাররা সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করে নগর ভবনের দিকে ধাওয়া করে। এতে উভয়পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এরপর মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সহায়তায় বুলডোজার দিয়ে ঐ এলাকার প্রায় ৪ শতাধিক হকারের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়। উক্ত পরিস্থিতির পর মেয়র ডিএসসিসি কর্তৃক তাদের সীমানায় সকল অবৈধ দখল উচ্ছেদ করতে শনিবার জরুরী বৈঠক ডাকেন। সভায় কমিশনারগণ দখল ও উচ্ছেদে কি করণীয় সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। ডিএসসিসি মেয়র বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই একটি চক্র উন্নয়নকে নস্যাত করতে বাধা দিচ্ছে। গুলিস্তানে সংঘর্ষের পেছনে কারও ইন্ধন রয়েছে। তারা সংঘর্ষ সৃষ্টিতে উস্কানি দিয়েছে। আমরা যে কোন মূল্যে তাদের প্রতিহত করব। গুলিস্তানে উচ্ছেদ অভিযান চলাকালে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করা ও সংঘর্ষ নিয়ে তিনি বলেন, হকাররা কখনও নাগরিকদের চলার পথ আটকে দিতে পারেন না। তাই চলাচলের রাস্তা নির্বিঘœ করতেই গুলিস্তান এলাকার আমার বাবা প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফেরই তৈরি পাতাল মার্কেটে চলাচলের রাস্তা ফাঁকা করতে কর্মকর্তারা সেখানে গিয়েছিলেন। আপনারা জানেন যে, ঢাকার প্রায় ৬৫ ভাগ লোক যানজট ও সামর্থ্যরে অভাবে বিভিন্ন পরিবহন ব্যবহার করতে পারেন না। তারা হেঁটে চলাফেরা করেন। তাই তাদের সুবিধার কথা ভাবতে গিয়ে ফুটপাথ খালি করা হচ্ছে। কিন্তু অবৈধ দখল উচ্ছেদে দায়িত্ব পালনরত কর্মকর্তা-কর্মচারীদের লাঞ্ছিত করে হকাররা দুঃসাহসের পরিচয় দিয়েছে; যা কোনভাবেই মেনে নেয়া যায় না। তাই ভবিষ্যতে কোন ব্যক্তি বা গোষ্ঠী উচ্ছেদ কার্যক্রমে বাধা দিলে সর্বোচ্চ কঠোরতার সঙ্গে তা মোকাবেলা করারও ঘোষণা দেন তিনি।
×