ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রকাশিত: ০৫:৩১, ৩০ অক্টোবর ২০১৬

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বিশেষ প্রতিনিধি ॥ সম্মেলনের এক সপ্তাহের মাথায় পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সেই সঙ্গে ঘোষণা করা হয়েছে ৩৮ সদস্যের উপদেষ্টা পরিষদ, ১১ সদস্যের সংসদীয় বোর্ড এবং ১৯ সদস্যের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের পূর্ণাঙ্গ তালিকাও। শুক্রবার রাতে সভাপতিম-লীর সভা শেষে দলের অষ্টমবারের মতো পুনর্নির্বাচিত সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন। তিনি আগামী দিনের নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবেলায় প্রবীণের অভিজ্ঞতার ঝুলিতে এবার নবীনদের সম্মেলন ঘটিয়েছেন কেন্দ্রীয় কমিটিতে। ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য পদে এবার স্থান পেয়েছে একঝাঁক সাবেক ছাত্রনেতা। কেন্দ্রীয় কমিটির ২৮টি সদস্য পদের মধ্যে ১৮ জনই নতুন মুখ। যাদের মধ্যে বেশ কয়েকজন ত্যাগী নেতা, মহানগর থেকে বাদ পড়া, তৃণমূল নেতা এবং সাবেক কেন্দ্রীয় কমিটির সম্পাদকম-লী থেকে বাদ পড়া নেতারাও রয়েছেন। কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হয়েছেন বিদায়ী কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। সবাইকে চমক দিয়ে বন ও পরিবেশ সম্পাদক পদে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন। উপ-প্রচার সম্পাদক হয়েছেন সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আমিনুল ইসলাম আমিন। তবে কেন্দ্রীয় নির্বাহী সংসদের ৮১টি পদের মধ্যে এখনও সভাপতিম-লীর সদস্য পদে তিনটি, সম্পাদকম-লীর ৩টি এবং একটি সহ-সম্পাদক পদে কাউকে এখন পর্যন্ত মনোনয়ন দেয়া হয়নি। নেতারা জানান, আগামী দু’একদিনের মধ্যেই বাকি সব পদগুলোর নামও ঘোষণা করা হবে। উপদেষ্টাম-লীতেও এসেছে কয়েকটি নতুন মুখ। কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়েছেন বেশ কিছু চেনা মুখ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আগামী ৬ নবেম্বর টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন এবং আগামী ৮ নবেম্বর বিকেল চারটায় গণভবনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। শনিবার আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটি ই-মেইলের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো হয়। ঘোষিত কমিটি অনুযায়ী বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন। কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ২৮টি পদের মধ্যে ১৮টিই নতুন মুখ। কেন্দ্রীয় কমিটিতে এবারই প্রথম স্থান পেয়েছেন- খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম, মমতাজ উদ্দিন (বগুড়া), নুরুল ইসলাম ঠা-ু, বদরুদ্দীন আহমেদ কামরান, এ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, দীপঙ্কর তালুকদার, আমিরুল ইসলাম মিলন, অধ্যাপক রফিকুল ইসলাম (মৌলভীবাজার), গোলাম রব্বানী চিনু, এ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, মেরিনা জাহান, ড. শাম্মী আহমেদ, মারুফা আখতার পপি, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং। সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, নুরুল মজিদ হুমায়ুন, খায়রুজ্জামান লিটন, র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী, আখতারুজ্জামান, সিমিন হোসেন রিমি, বেগম মুন্নুজান সুফিয়ান, এস এম কামাল হোসেন ও মির্জা আজম এমপি নতুন কমিটিতেও একই পদে রয়েছেন। এবারে কেন্দ্রীয় কমিটির সদস্য পদ থেকে বাদ পড়েছেন- ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, এ্যাডভোকেট সুভাষ বোস, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, এম এ মান্নান, একেএম রহমত উল্লাহ এমপি, ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপি, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিম, বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, মোস্তফা ফারুক মোহাম্মদ এমপি ও এ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী। বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নূর ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ক্যাপ্টেন এ বি তাজুল ইসলামের এখন পর্যন্ত নতুন কমিটির কোন পদে স্থান হয়নি। তবে শূন্য ৭টি পদে বাদ পড়া এসব নেতাদের কেউ কেউ স্থান পেতে পারেন বলে জানা গেছে। ৩৮ উপদেষ্টাম-লী পরিষদের সদস্য ॥ সম্মেলনের পর গঠিত উপদেষ্টাম-লীতেও স্থান পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। বাদ পড়েছেনও অনেকে। বিদায়ী কমিটিতে সভাপতিম-লী সদস্য পদে থাকা সতীশ চন্দ্র রায় এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক স্থপতি ইয়াফেস ওসমান স্থান পেয়েছেন উপদেষ্টাম-লীতে। সাবেক দুই মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ও অধ্যাপক ডাঃ রুহুল হকও রয়েছেন এই পরিষদে। বাদ পড়েছেন দেশের প্রথম সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহ বীর উত্তম। নতুন উপদেষ্টা পরিষদে এসেছেন অধ্যাপক খন্দকার বজলুল হক, রশিদুল আলম, কাজী সিরাজুল ইসলাম, মকবুল হোসেন ও চৌধুরী খালেকুজ্জামান। তবে উপদেষ্টা পরিষদে আরও ৪টি শূন্য রয়েছে। বাদ পড়া অনেকেই এই শূন্যপদে ফের ফিরে আসতে পারেন বলেও জানা গেছে। ৩৮ সদস্যের উপদেষ্টা পরিষদের যারা রয়েছেন, ডাঃ এস এম মালেক, আবুল মাল আবদুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আলহাজ মোঃ ইসহাক মিঞা, এ্যাডভোকেট রহমত আলী, এইচটি ইমাম, ড. মশিউর রহমান, প্রফেসর ড. আলাউদ্দিন আহমেদ, এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, রাজীউদ্দিন আহমেদ রাজু, ড. মহীউদ্দিন খান আলমগীর, ব্যারিস্টার শফিক আহমেদ, সৈয়দ আবু নসর এ্যাডভোকেট, সতীশ চন্দ্র রায়, প্রফেসর ড. আবদুল খালেক, প্রফেসর ডাঃ রুহুল হক, কাজী আকরাম উদ্দীন, এ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, ড. অনুপম সেন, প্রফেসর ড. হামিদা বানু, প্রফেসর ড. হোসেন মনসুর, অধ্যাপিকা সুলতানা শফি, এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, এ্যাম্বাসেডর জমির, গোলাম মওলা নকশাবন্দী, ড. মির্জা এম এ জলিল, ড. প্রণব কুমার বড়ুয়া, মে. জে. (অব.) আবদুল হাফিজ মল্লিক, প্রফেসর ড. সাইদুর রহমান খান, ড. গওহর রিজভী, প্রফেসর খন্দকার বজলুল হক, রশিদুল আলম, স্থপতি ইয়াফেস ওসমান, কাজী সিরাজুল ইসলাম, মকবুল হোসেন ও চৌধুরী খালেকুজ্জামান। একনজরে আওয়ামী লীগের ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি ॥ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভাপতিম-লীর সদস্যÑ সৈয়দা সাজেদা চৌধুরী, বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, এ্যাড. সাহারা খাতুন, ইঞ্জিঃ মোশাররফ হোসেন, সৈয়দ আশরাফুল ইসলাম, পীযুষ কান্তী ভট্টাচার্য, নুুরুল ইসলাম নাহিদ, ড. আবদুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন ও এ্যাডভোকেট আবদুল মান্নান। সভাপতিম-লীর বাকি তিনটি পদ শূন্য রয়েছে। চার যুগ্ম সম্পাদক হলেন যথাক্রমে মাহবুব-উল-আলম হানিফ, ডাঃ দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক এমপি ও আবদুল রহমান। কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান। অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক টিপু মুন্সী, আইন বিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষণা বিষয়কসম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ মোহাম্মদ আবদুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবদুস সাত্তার, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা এবং উপ-প্রচার সম্পাদক পদ পেয়েছেন আমিনুল ইসলাম আমিন। এছাড়া আন্তর্জাতিক, বিজ্ঞান ও প্রযুক্তি এবং যুবক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তিনটি শূন্য রয়েছে। উপ-দফতর সম্পাদক পদেও এখন পর্যন্ত কাউকে দায়িত্ব দেয়া হয়নি। ৮ সাংগঠনিক সম্পাদক হলেন- আহম্মদ হোসেন, মেজবাহ উদ্দিন সিরাজ, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। কেন্দ্রীয় সদস্যরা হলেন- আবুল হাসনাত আবদুল্লাহ, মমতাজ উদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, নুুরুল মজিদ হুমায়ুন, খায়রুজ্জামান লিটন, সিমিন হোসেন রিমি, বেগম মুন্নুজান সুফিয়ান, নুরুল ইসলাম ঠা-ু, র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী, দিপঙ্কর তালুকদার, বদরুদ্দীন আহমেদ কামরান, আখতারুজ্জামান, এস এম কামাল হোসেন, মির্জা আজম, এ্যাড নজিবুল্লাহ হিরু, আমিরুল ইসলাম মিলন, অধ্যাপক রফিকুল ইসলাম (মৌলভীবাজার), গোলাম রব্বানী চিনু, এ্যাড রিয়াজুল কবির কাওসার, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, মেরিনা জাহান, ড. শাম্মী আহমেদ, মারুফা আখতার পপি, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং। আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ॥ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নে ১১ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগের সংসদীয় বোর্ডে রয়েছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, সৈয়দ আশরাফুল ইসলাম, কাজী জাফর উল্লাহ, ওবায়দুল কাদের, প্রফেসর ড. আলাউদ্দিন আহমেদ ও রশিদুল আলম। স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড ॥ আগামী তিন বছরের জন্য ১৯ সদস্যের আওয়ামী লীগের স্থানীয় সরকার পৌরসভা ও ইউনিয়ন মনোনয়ন বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের সদস্যরা হলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, সৈয়দ আশরাফুল ইসলাম, আবুল হাসনাত আবদুল্লাহ, কাজী জাফর উল্লাহ, মোহাম্মদ নাসিম, ড. আবদুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, ওবায়দুল কাদের, প্রফেসর আলাউদ্দিন আহমেদ, রশিদুল আলম, মাহবুব-উল-আলম হানিফ, ডাঃ দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও ড. আবদুস সোবহান গোলাপ। দলকে সংগঠিত করতে নেতারা যথাযোগ্য ভূমিকা পালন করবে- ওবায়দুল কাদের ॥ ঘোষিত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এই কমিটির সকল কর্মকর্তা ও সদস্য নিষ্ঠার সঙ্গে স্ব স্ব দায়িত্ব পালন এবং সকলের সমবেত প্রচেষ্টায় আওয়ামী লীগকে আরও সুদৃঢ় ও সুসংগঠিত শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে ক্ষুধা-দারিদ্র্য-শোষণ-বঞ্চনা ও দুর্নীতিমুক্ত একটি উন্নত-সমৃদ্ধ-আধুনিক রাষ্ট্র এবং শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে জনগণকে সম্পৃক্ত করা এবং তাদের সংগঠিত করতে এই কমিটি যথাযোগ্য ভূমিকা পালন করবে বলে আমরা দৃঢ় বিশ্বাস।
×