ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৯, ৩০ অক্টোবর ২০১৬

টুকরো খবর

অবশেষে খুলনা-মংলা রেল লাইন নির্মাণে জটিলতার অবসান স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ অবশেষে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প খুলনা-মংলা রেল লাইন নির্মাণে সব জটিলতার অবসান হয়েছে। চার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এ প্রকল্পের এলাইনমেন্টের কোন পরিবর্তন না করেই দেশের একমাত্র মোষ-প্রজনন খামারটির উত্তর-পশ্চিম অংশের উপর দিয়ে রেল লাইন যাচ্ছে। তবে, মহিষ খামারের মধ্য দিয়ে রেল পথ যাওয়ায় সামনের প্রশাসনিক অংশ ঠিক রেখে পিছনে আরও ২০ একর জমি অধিগ্রহণ করে মহিষ থাকার সব শেডসহ চারণভূমি সেখানে সরিয়ে নেয়া হবে। এতে দেশের একমাত্র মহিষ প্রজনন খামারটিও রক্ষা পাবে। রেল লাইন ও মহিষ প্রজনন খামার দুটোই গুরুত্বপূর্ণ হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মহিষ খামার ও রেললাইন নির্মাণে এলাইনমেন্ট সংক্রান্ত জটিলতা নিরসনের লক্ষ্যে গঠিত কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার দুপুরে এ কমিটির সভাপতি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান সরেজমিন পরিদর্শন শেষে সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি, রামপাল-মংলার সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, রেলওয়ের মহা-পরিচালক আমজাদ হোসেন, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক অজয় কুমার রায়, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী ওয়াছি উদ্দিন, রেল মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আহমেদ মোরশেদ, খুলনা-মংলা রেল প্রকল্প পরিচালক মুজিবর রহমান, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস প্রমুখ। খুলনায় নৌকাবাইচ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শনিবার বিকেলে খুলনার রূপসা নদীতে আবহমান বাংলার ১১তম নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনের সহযোগিতায় নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র এই নৌকা বাইচের আয়োজন করে। হাজার হাজার নারী, পুরুষ ও শিশু মনোমুগ্ধকর এ দৃশ্য উপভোগ করে। এ প্রতিযোগিতায় মোট ২৮ টি দল অংশগ্রহণ করে। বিকেল ৩টায় ১নং কাস্টমস ঘাট থেকে রূপসা সেতু পর্যন্ত নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়। এ উপলক্ষে কাস্টমস ঘাট এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌকাবাইচের প্রধান সমন্বয়কারী জেলা প্রশাসক নাজমুল আহসান। অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদ, গ্রামীণফোনের খুলনা সার্কেলের হেড মোল্লা নাফিজ ইমতিয়াজ, গ্রামীণফোনের হেড অব রিজিওনাল সেলস এস এম সাজ্জাদ হোসেন। ৮ হাজার ইয়াবাসহ বিক্রেতা আটক স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীতে ৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার হয়েছে এক মাদক বিক্রেতা। তার নাম নুরুল কবির। সে টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের ছোট লিচুপাড়া গ্রামের হাজী আবদুল হকের পুত্র বলে জানা গেছে। পুলিশ জানায়, শুক্রবার রাত পৌনে তিনটার দিকে মহানগরীর চান্দগাঁও থানার ওসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরির সম্মুখ চত্বরে পুলিশের তল্লাশিতে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা গেছে, মাদক বিক্রেতা নুরুল কবির টেকনাফ থেকে ইয়াবা নিয়ে আসে। প্রথমে সে পটিয়া নেমে যায়। সেখান থেকে একটি অটোরিক্সাযোগে কালুরঘাট সেতু পার হয়। এরপর হেঁটেই শহরমুখী হয়। তার সঙ্গে ছিল একটি শপিং ব্যাগ। চেকপোস্টে পুলিশের সন্দেহ হলে তার ব্যাগ তল্লাশি করে। এতে বেরিয়ে আসে ৮ হাজার ইয়াবা। ছাত্রলীগ নেতা হত্যার বিচার দাবি স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আল আমীন হত্যার বিচার দাবিতে শনিবার মানববন্ধন করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রায় আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধনকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে যানবাহন চলাচল বন্ধ থাকে। জানা গেছে, ২০১৪ সালে অনুষ্ঠিত শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদের আওয়ামী লীগের দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছাত্রলীগের নেতা আল-আমিন নিহত হন। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখান বয়রাগাদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার সুবিধা বঞ্চিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। স্বাধীন বাংলা ফুটবল টিমের অধিনায়ক জাকারিয়া পিন্টু আয়োজনের উদ্বোধন করেন। প্রধান অতিথি ছিলেন বয়রাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আলাউদ্দিন। সভাপতি জুয়েল দাসের সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা বেগম মুসলিম গার্লস স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ একেএম জাহাঙ্গীর মিয়া, গোলাম কিবরিয়া মুরাদ, এমদাদুল হক পলাশ, আনোয়ার হোসেন, বয়রাগাদী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সেন্টু মিয়া প্রমুখ। গরু বোঝাই ট্রাক ডাকাতি স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শেরপুর উপজেলায় শুক্রবার রাতে বগুড়া-ঢাকা মহাসড়কে ট্রাক গরু বোঝাই ট্রাক ডাকাতি হয়েছে। লুণ্ঠিত গরুর মুল্য প্রায় সাড়ে ১২ লাখ টাকা। ডাকাতদের মারপিটে গরু ব্যাপারী, ট্রাকের চালক, হেলপারসহ ৫জন আহত হয়। আহতরা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শুক্রবার গভীর রাতে শেরপুর উপজেলার ঘোগা হাটখোলা এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। জানা যায়, কুষ্টিয়ার মিরপুর এলাকার বাসিন্দা গরু ব্যাপারী শান্ত মিয়া ও শরীফ মিয়া দিনাজপুরের রামবাড়ী হাট থেকে শুক্রবার প্রায় সাড়ে ১২লাখ টাকা দিয়ে ২৫টি গরু ক্রয় করেন। ছাত্রীকে বেঁধে ধর্ষণের অভিযোগ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ অষ্টম শ্রেণীর স্কুলছাত্রীকে হাত-পা বেঁধে পঞ্চাশোর্ধ এক ব্যক্তি ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার কিশোরীর মা বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় ধর্ষণের একটি মামলা দায়ের করেন। মামলায় সদর উপজেলার পাগলাদাহ গ্রামের পঞ্চাশোর্ধ আবদুল খালেককে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। ধর্ষণের শিকার কিশোরী যশোরে নানির বাড়িতে থেকে লেখাপড়া করে। তাদের বাড়ি মাদারীপুর জেলার সদর উপজেলায়। তারা বাবা-মা বর্তমানে ঢাকাতে থাকেন। নিখোঁজ ব্যবসায়ী উদ্ধার, সহকারীর হদিস নেই স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মনিরামপুর থেকে নিখোঁজ ওষুধ ব্যবসায়ী তোয়াক্কেল হোসেনকে শুক্রবার রাতে উদ্ধার করেছে পুলিশ। তবে তার সহকারী মাওলানা ইয়াসিন আশরাফের কোন হদিস পাওয়া যাচ্ছে না। গত বৃহস্পতিবার বিকেলে ওষুধ দোকানে দায়িত্ব পালনকালে তাদের প্রাইভেটকারে সাদা পোশাকে তুলে নেয়া হয় বলে পরিবারের দাবি। তোয়াক্কেল হোসেন মনিরামপুরের কামালপুর এলাকার বাসিন্দা। আর মাওলানা ইয়াসিন উপজেলার খানপুর এলাকার মাওলানা ইদ্রিস আলীর ছেলে। তিনি বহুদিন ধরে ওই ড্রাগ হাউসে সহকারী হিসাবে কাজ করে আসছেন। সন্ত্রাসী গ্রেফতার ॥ অস্ত্র উদ্ধার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বিপুল অস্ত্রশস্ত্রসহ গ্রেফতার হয়েছে। শহরের কোর্টগাঁয়ের নিজবাড়ি থেকে শুক্রবার গভীর রাতে মোঃ সাইফুল ইসলাম সেলিম ওরফে ওদলা সেলিমকে ডিবি পুলিশ পাকড়াও করে। এ সময় তার বসতঘরে তল্লাশি চালিয়ে একটি রিভলবার, একটি দ্বিখ-িত বন্দুক, ৩০ রাউন্ড বিভিন্ন প্রকার গুলি, দুটি ম্যাগজিন, একটি চাইনিজ কুড়াল, একটি দেশীয় কুড়াল, পাঁচটি ছোরা ও চারটি চাপাতি উদ্ধার করা হয়। সড়ক দুর্ঘটনায় হোটেল শ্রমিক নিহত স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া ॥ আশুগঞ্জে মাদকবাহী প্রাইভেটকারের চাপায় মিলন মিয়া (২৭) নিহত হয়েছে। সে স্থানীয় হোটেলের শ্রমিক। শনিবার সকাল ৮টায় ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন রেলগেট এলাকার চিশতি পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পলতাকান্দা এলাকার বাসিন্দা । শিমুলিয়ায় তীব্র যানজট স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পদ্মায় অব্যাহতভাবে পানি কমতে থাকায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে নাব্যতা সঙ্কট প্রকট আকার ধারণ করছে। শনিবার শিমুলিয়া ঘাটে পারাপারের আপেক্ষায় আটকে ছিল তিন শতাধিক বিভিন্ন প্রকার যানবাহন। প্রতিটি ফেরি স্বল্পসংখ্যক যানবাহন নিয়ে পদ্মা পাড়ি দিলেও মূলত পণ্যবাহী ট্রাক পারাপার একেবারে থমকে গেছে। আর যে পরিমাণ গাড়ি প্রতিদিন পার হচ্ছে তার থেকে বেশি গাড়ি ঘাটে পারাপারের অপেক্ষায় এসে যুক্ত হচ্ছে। এতে ঘাটে যানজটের পরিমাণ আরও বেড়ে যাচ্ছে। এই রিপোর্ট লেখার সময় দু’পাড়ে অর্ধ সহস্রাধিক যান পারাপারের অপেক্ষায় ছিল। মেম্বার প্রার্থী আটক স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ভোটারদের টাকা বিতরণের সময় এক মেম্বার প্রার্থীকে আটক করা হয়েছে। টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের দুটি কেন্দ্রের উপনির্বাচনের আগ মুহূর্তে ভোটারদের টাকা বিতরণের সময় এ ঘটনা ঘটে। এতে ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী এস এম আকরাম হোসেনকে তিন সহযোগী ও নগদ ১৪ হাজার তিন শ’ টাকাসহ টঙ্গীবাড়ী পুলিশ আটক করেছে। শুক্রবার সন্ধ্যায় টঙ্গীবাড়ীর সেরাজাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়।
×