ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ব্রিজ ভেঙ্গে ভ্যান বিলে ॥ দুর্ভোগে এলাকাবাসী

প্রকাশিত: ০৪:১৮, ৩০ অক্টোবর ২০১৬

গাজীপুরে ব্রিজ ভেঙ্গে ভ্যান বিলে ॥ দুর্ভোগে এলাকাবাসী

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শনিবার কালীগঞ্জে আওড়াখালী বাজার ব্রিজ ভেঙ্গে সিমেন্টবাহী কাভার্ডভ্যান বেলাই বিলে পড়ে গেছে। এতে ভ্যান চালক সোহেল আহত হয়েছে। এ ঘটনায় পাশর্^বর্তী ১৫ গ্রামের মানুষসহ ওই সড়ক পথে চলাচলকারীরা দুর্ভোগে পড়েছে। এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের আওড়াখালী বাজার এলাকায় বেলাই বিলের একাংশের উপর নির্মিত ব্রিজটি বিগত ৭ বছর যাবৎ মেরামত করা হয়নি। কোনমতে জোড়াতালি দিয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণভাবেই ব্যবহার করা হচ্ছিল । ব্রিজের মাঝে বড় গর্ত এবং রেলিং ভাঙ্গা ছিল। চলতি বছরের মাঝামাঝি সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্রিজটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। শনিবার দুপুরে গাজীপুর সদর থেকে ৪০০ বস্তা সিমেন্ট ভর্তি শাহ সিমেন্টের একটি কাভ্যার্ডভ্যান নরসিংদী যাচ্ছিল। পথে ওই ব্রিজে ওঠার সময় স্থানীয়রা কাভার্ডভ্যানকে বাধা দেয়। কিন্তু চালক বাধা উপেক্ষা করে ব্রিজে ওঠার সঙ্গে সঙ্গেই প্রায় ৮০ ফুট দীর্ঘ ওই ব্রিজটি ভেঙ্গে সিমেন্টবাহী কাভার্ডভ্যানসহ নিচে বিলের পানিতে পড়ে যায়। এ ঘটনায় গাড়ির চালক সোহেল আহত হন। স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। কোরানের আলো ইনস্টিটিউট উদ্বোধন সম্প্রতি ঢাকার মহাখালীতে কোরানের আলো ফাউন্ডেশনের পরিচালনায় শনিবার সকালে কোরানের আলো ইনস্টিটিউট উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী ইম্পেরিয়াল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহ আলম, সাবেক ধর্মমন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, হুফফাজুল কোরান ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ ক্বারী আব্দুল হক, হাফেজ ক্বারী বজলুল হক, হাফেজ ক্বারী মাওলানা মুছা, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মোঃ মিজানুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের মুহাদ্দিস মুফতি মাওলানা ওলিউর রহমান খান। -বিজ্ঞপ্তি ইউএপিতে কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা এসিএম-আইসিপিসি (এসিএম আন্তর্জাতিক প্রোগ্রামিং কনটেস্ট) বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ দলভিত্তিক প্রোগ্রামিং প্রতিযোগিতা। ১৯৯৮ সাল থেকে এসিএম-আইসিপিসি বিশ্ব ফাইনাল প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দলসমূহ নিয়মিত অংশগ্রহণ করে আসছে। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ আগামী ১৮ ও ১৯ নবেম্বর ২ দিনব্যাপী এসিএম-আইসিপিসি, ঢাকা আঞ্চলিক প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। এ প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধায়নে থাকবেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, উপাচার্য, ইউএপি। এ বছর প্রাক-নির্বাচনী অনলাইন প্রতিযোগিতায় মোট ১৬৬৫টি দল নিবন্ধন করে, যার মধ্যে ৮১টি প্রতিষ্ঠানের ১৫৬৬টি দল অংশগ্রহণ করে। -বিজ্ঞপ্তি সাবেক সংসদ সদস্যের স্ত্রীর রোগমুক্তি কামনা আততায়ীর গুলিতে নিহত শরীয়তপুর-২ (নড়িয়া) আসনের সাবেক সংসদ সদস্য এএফএম নুরুল হক হাওলাদারের স্ত্রী জেবুননেসা হক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে টাইফয়েড জ্বরে ভুগছিলেন। বর্তমানে তার শরীরে উচ্চ ডায়াবেটিসসহ নানা রোগের উপসর্গ দেখা দিয়েছে। গত ২৭ অক্টোবর তাকে মুমূর্ষু অবস্থায় বারডেম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার একমাত্র কন্যা ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জোবায়দা হক অজন্তা পরিবারের পক্ষ থেকে আশু সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। নুরুল হক হাওলাদার ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই বছর ৩১ মে নিজ বাড়ির বৈঠকখানায় আততায়ীর গুলিতে তিনি নিহত হন। -বিজ্ঞপ্তি মংলায় জঙ্গীবিরোধেী সমাবেশ নিজস্ব সংবাদদাতা, মংলা, ২৯ অক্টোবর ॥ মংলায় সন্ত্রাস-জঙ্গীবিরোধেী শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মংলা সরকারী কলেজের আয়োজনে শনিবার সকালে কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্যদের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য হাবিবুন নাহার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক ও বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ড. নমিতা হালদার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন, শেখ আব্দুস সালাম, শেখ আঃ রহমান প্রমুখ। পাওয়ার টিলার বিতরণ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডোমার উপজেলা পরিষদ মিলনায়তনে সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি ও তহবিল ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। শনিবার দুপুরে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষে ১১টি কৃষক সংগঠনের মাঝে পাওয়ার টিলার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (সম্প্রসারণ) মাহবুবুল ইসলাম। এ সময় ছিলেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক গোলাম ইদ্রিস, আফতাব উদ্দিন, ডোমার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাফর ইকবাল।
×