ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেনা সদস্যসহ পাঁচ খুন ॥ তিন লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:১৭, ৩০ অক্টোবর ২০১৬

সেনা সদস্যসহ পাঁচ খুন ॥ তিন লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ গাইবান্ধায় সাবেক সেনা সদস্যের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সাভারে প্রাণ কোম্পানির কর্মচারীকে খুন করেছে সহকর্মীরা। বরিশাল ও ঝিনাইদহে দুই যুবক খুন, কক্সবাজারে গৃহবধূ। এছাড়া নীলফামারী, বগুড়া ও শেরপুর থেকে পুলিশ তিন লাশ উদ্ধার করেছে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর- গাইবান্ধা ॥ সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মাওয়াগাড়ি গ্রাম থেকে শনিবার সকালে সাবেক সেনা সদস্য আব্দুস সবুর প্রামানিকের (৪৮) গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ হত্যাকা-ের ঘটনায় শফিউল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, আব্দুস সবুর এলাকায় প্রতিবাদী হিসেবে পরিচিত ছিলেন। এ নিয়ে সুবিধাবাদীদের সঙ্গে তার দ্বন্দ্ব দেখা দেয়। ওই গ্রুপটি তাকে হুমকি দিত। শুক্রবার বিকেলে বাজার করার উদ্দেশে সবুর বাড়ি থেকে বেরিয়ে যান। গভীর রাতেও তিনি বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজি করা হয়। কিন্তু সারারাতে তার সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে মাওয়াগাড়ী গ্রামে নিজ বাড়ির অদূরে বাগানের পাশে ফাঁকা জায়গায় সবুর প্রামাণিকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। সাভার ॥ অপহরণের পরে হিমাদ্রী ম-লকে (২৩) হত্যা করেছে তার সহকর্মীরা। বৃহস্পতিবার গলা কেটে হত্যা করে মৃতদেহ তুরাগ নদীতে ফেলে দেয়া হয় বলে স্বীকার করেছে গ্রেফতারকৃত শামীম হোসেন। নিহত হিমাদ্রী ম-ল সাতক্ষীরার আশাশুনি উপজেলার রবীন্দ্রনাথ ম-লের ছেলে। সে সাভারের হেমায়েতপুরে ‘প্রাণ’ কোম্পানির পরিবেশক জাহাঙ্গীর প্লাস্টিকের বিক্রয় প্রতিনিধি। জানা গেছে, হিমাদ্রী আমিনবাজারের সালেহপুর দক্ষিণ পাড়া এলাকার এক কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতেন। তার সহকর্মী শামীমও ওই বাসার অপর এক কক্ষে ভাড়া ছিল। বৃহস্পতিবার রাতে হিমাদ্রীকে বাসা থেকে কৌশলে বাইরে নিয়ে সালেহপুর এলাকায় গলা কেটে হত্যা করা হয়। ওই রাতেই সাভার মডেল থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হলে তাৎক্ষণিকভাবে শামীমকে আটক করা হয়। পরে শামীম পুলিশের কাছে হত্যাকা-ের বর্ণনা দেয়। শনিবার শামীমকে নিয়ে সকাল থেকে তুরাগ নদীতে অভিযান চালানো হলেও লাশের সন্ধান পাওয়া যায়নি। পুলিশ জানায়, সেলিম, এনায়েত ও শামীম পূর্বশত্রুতার জের ধরে হিমাদ্রীকে হত্যা করেছে বলে আদালতে দেয়া জবানবন্দীতে শামীম স্বীকার করেছে। বরিশাল ॥ মুলাদী উপজেলার দড়িচর লক্ষ্মীপুর গ্রামে শুক্রবার রাতে প্রতিপক্ষ কুপিয়ে খুন করেছে আজাদ শরীফকে (৩৩)। নিহত আজাদ ওই গ্রামের ছোমেদ আলী শরীফের ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার সকালে মর্গে প্রেরণ করেছেন। ঝিনাইদহ ॥ সদর উপজেলার এস্তেফাপুর গ্রামে মোহন মুন্সিকে (২৮) হত্যা করা হয়েছে। সে সময় তার সঙ্গী মসলেম উদ্দিন আহত হয়েছেন। জমা-জমি নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার রাত ১১টার দিকে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত মোহন মুন্সি এস্তেফাপুর গ্রামের হাফিজ মুন্সির ছেলে ও মসলেম উদ্দিন একই গ্রামের আলীম উদ্দিনের ছেলে। পুলিশ রাতেই এ হত্যাকা-ের ঘটনায় হাসানুজ্জামান তিতু ও মুরারীদহ গ্রামের খোকন আলীকে গ্রেফতার করেছে। নীলফামারী ॥ গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করেছে রাফিয়া খাতুন (১৩)। শনিবার বেলা সাড়ে ১১টায় কিশোরীগঞ্জ উপজেলার রনচ-ি ইউনিয়নের উচাবদী গ্রামের বাড়ি হতে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ পুলিশ উদ্ধার করে। রাফিয়া ওই গ্রামের কৃষক রশিদুল ইসলামের মেয়ে এবং ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী। বগুড়া ॥ নন্দীগ্রাম উপজেলায় খোরশেদ আলম (৩২) নামে সেলুন মালিক খুন হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান হয়েছে। শেরপুর ॥ শনিবার নকলায় কৃষক নায়েব আলীর (৬২) লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গণপদ্দী ইউনিয়নের বড়ইতার গ্রামে। তার মাথার বাম পাশে লাঠি বা ভারি কোন আঘাতে করা হয়েছে। কক্সবাজার ॥ টেকনাফে মাদকের টাকার জন্য স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে স্বামী। পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা স্বামীকে ধরে পুলিশে দিয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টায় টেকনাফ সদর রাজারছড়া গ্রামে এ ঘটনা ঘটে।
×