ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোরে হাসপাতালে গুঁড়োদুধ বাণিজ্য

প্রকাশিত: ০৪:১৬, ৩০ অক্টোবর ২০১৬

যশোরে হাসপাতালে গুঁড়োদুধ বাণিজ্য

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কতিপয় সেবিকা রোগীর স্বজনদের গুঁড়োদুধ কিনতে বাধ্য করছে। তারা বিভিন্ন কোম্পানির দুধের নাম লিখে তাদের হাতে ধরিয়ে দিচ্ছেন। ভুক্তভোগীরা জানিয়েছেন, দুধ কিনতে দেরি করলেই দুর্ব্যবহার করে থাকেন সেবিকারা। অভিযোগ উঠেছে, সেবিকারা দুধ কোম্পানির প্রতিনিধিদের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ করে এ অনৈতিকতায় মেতে উঠেছেন। ওই সেবিকারা এতটাই বেপরোয়া যে পায়ের সমস্যা নিয়ে ভর্তি হওয়া রোগীর খাওয়ার জন্য স্বজনদের দুধ কিনতে পাঠিয়ে দিচ্ছেন। তারা ওয়ার্ডে দায়িত্ব পালনের সময় পাশে বসে থাকেন দুধ কোম্পানির প্রতিনিধিরা। খোঁজ নিয়ে জানা গেছে, সরকারী এ হাসপাতালের কতিপয় সেবিকা রোগীর স্বজনদের জিম্মি করে দুধ বাণিজ্যে মেতে রয়েছেন। তারা ওয়ার্ডে দায়িত্ব পালনকালে নতুন কোন রোগী ভর্তি হলেই স্বজনদের হাতে দুধের সিøপ ধরিয়ে দেন। রোগী মুখে খাবার খাওয়ার ক্ষমতা থাকলেও রেহাই নেই। দুধ তাদের খেতে হবেই। কোম্পানি ভেদে প্রতি কৌটা দুধের দাম নেন দোকানিরা ৪শ’ টাকা থেকে ৬শ’ ২০ টাকা পর্যন্ত। অকারণে স্বজনদের দুধ ক্রয় বাবদ বাড়তি টাকা খরচ করতে হয়। হাসপাতালের পুরুষ ও মহিলা মেডিসিন ওয়ার্ড, গাইনি ওয়ার্ড, লেবার ওয়ার্ড, মডেল ওয়ার্ড, পুরুষ ও মহিলা পেইং ওয়ার্ডে সব চেয়ে বেশি দুধের সিøপ দেয়া হয়। তারা রিডিটার, নিউট্রিফল ও ফাসকি দুধ কিনে আনতে বলেন। ওইসব ওয়ার্ডে বিভিন্ন দুধ কোম্পানির প্রতিনিধিরা সেবিকাদের পাশে বসে থাকেন। সূত্র জানায়, সবচেয়ে বেশি ওয়ার্ডে অবস্থান করেন দুধ কোম্পানির প্রতিনিধি ফজলুর রহমান ফজলু ও আবুল বাশার নামের দু’জন। অভিযোগ রয়েছে ফজলুর রহমান ও আবুল বাশার সেবিকাদের আর্থিক সুবিধা দিয়ে থাকেন। যে কারণে ওই সেবিকারা দুধের সিøপ লিখতে ব্যস্ত থাকেন। একজন সিনিয়র চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, যেসব রোগী মুখে খাবার খেতে পারে না তরল খাদ্য হিসেবে তাদের দুধ খাওয়ানোর পরামর্শ দেয়া হয়। তরল খাদ্যের বিষয়টি ব্যবস্থাপত্রে নোট থাকে। নিজেদের ইচ্ছামতো যদি কোন সেবিকা রোগীর স্বজনদের দুধ কিনতে বাধ্য করেন এটা অবশ্যই অনিয়ম। গত শুক্রবার বিকেলে দুধের সিøপ প্রদানকারী এক সেবিকার কাছে জানতে চাইলে তিনি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন আর্থিক সুবিধা নয়। দুধ কোম্পানির প্রতিনিধিরা তাদের খাতা কলম দিয়ে থাকেন। আর মাঝে মধ্যে বাদামভাজা কিনে দেন। তবে তিনি এ ধরনের অনিয়ম করবেন না বলে জানান। এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শ্যামল কৃষ্ণ সাহা জানিয়েছেন, সেবিকাদের দুধ বাণিজ্যের বিষয়টি তার জানা নেই। রোগীর স্বজনদের দুধ কিনতে বাধ্য করা অনিয়ম ও অন্যায়। অবশ্যই তিনি বিষয়টি খোঁজ নিয়ে থাকবেন। অভিযোগ সত্য হলে ওই সেবিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
×