ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আট সন্তানের জনক ধর্ষক ৩৭ দিনেও গ্রেফতার হয়নি

প্রকাশিত: ০৪:১৬, ৩০ অক্টোবর ২০১৬

আট সন্তানের জনক ধর্ষক ৩৭ দিনেও গ্রেফতার হয়নি

স্টাফ রিপোর্টার, ময়মনিসংহ ॥ শহরতলীর শম্ভুগঞ্জ পুরাতন চামড়া বাজার এলাকায় বুদ্ধি প্রতিবন্ধী যুবতী ধর্ষণ ঘটনায় আসামি নূর মোহাম্মদ বাক্কী মিয়া গত ৩৭ দিনেও ধরা পড়েনি। গত ২২ সেপ্টেম্বর বিকেলে নূর মোহাম্মদ বাক্কী মিয়া প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করে বলে কোতোয়ালি মডেল থানায় দায়ের মামলায় অভিযোগ করা হয়। এরপর থেকে প্রতিবন্ধী ধর্ষিত যুবতী বিচার চেয়ে থানা পুলিশ ও এলাকাবাসীর দ্বারে দ্বারে ঘুরছে। আসামি বাক্কী মিয়াকে অবিলম্বে গ্রেফতার ও ঘটনার বিচার দাবিতে স্থানীয়রা শম্ভুগঞ্জ বাজার মোড়ে মানববন্ধনসহ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। পরিবারের অভিযোগ, পুলিশ প্রভাবশালী আসামি বাক্কী মিয়াকে গ্রেফতারে নির্বিকার। তবে পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম ম-লের দাবি, আসামি পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার শম্ভুগঞ্জ পুরাতন চামড়া বাজারের ক্ষুদে ব্যবসায়ী মুক্তার উদ্দিনের প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে একা পেয়ে গত ২২ সেপ্টেম্বর বিকেলে প্রতিবেশী নূর মোহাম্মদ বাক্কী মিয়া পাশের ছাপরা ঘরে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী সালিশ দরবারের উদ্যোগ নেয়। কিন্তু প্রভাবশালী বাক্কী মিয়া আসেনি। পরে এই ঘটনায় মুক্তার উদ্দিন বাদী হয়ে ধর্ষণের অভিযোগ এনে নূর মোহাম্মদ বাক্কী মিয়াকে আসামি করে ২ অক্টোবর কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। সৌদি আরব প্রবাসী দুই ছেলেসহ আট সন্তানের জনক বাক্কী মিয়া। কলেজিয়েট স্কুলে তিন দিনব্যাপী পুনর্মিলনী স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ১৮০ বছরে পর্দাপণ করেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সরকারী কলেজিয়েট হাইস্কুল। এ উপলক্ষে আগামী ডিসেম্বরে ৩ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মাধ্যমে এই পূর্তি উৎসব পালন করা হবে বলে শনিবার স্কুলের প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। আগামী ২৩ থেকে ২৫ ডিসেম্বর ১৮০ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসব স্কুল প্রাঙ্গণেই অনুষ্ঠিত হবে। পুনর্মিলন উদযাপন পরিষদের আহ্বায়ক চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী সংবাদ সম্মেলনে জানান, ‘আমাদের কৈশোরের আনন্দ বেদনার অপূর্ব স্মৃতিকে ধারণ করে আছে এই লাল ইটের দালান। সুদীর্ঘ সময়ের আলোকবর্তিকা হয়ে স্বপ্নযাত্রীদের মাঝে স্বপ্নের বীজ বপন করে চলেছে এই শিক্ষা প্রতিষ্ঠান। চট্টগ্রাম কলেজিয়েটসের সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক জানান, ব্রিটিশ আমলে অভিভক্ত বাংলায় ‘শুধু উৎসব আয়োজন নয়, অসুস্থ ও দরিদ্র ছাত্র, শিক্ষ ও কর্মচারীদের কল্যাণে চট্টগ্রাম কলেজিয়েট কল্যাণ ট্রাস্ট সাধ্যমতো কাজ করে যাচ্ছে’। মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ ক্যাডেট একাডেমি কর্তৃক উপবৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শহীদ ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদুল আলম শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কাজেম উদ্দিন, জেলা প্রথামিক শিক্ষা কর্মকর্তা সমেশ চন্দ্র মজুমদার, অধ্যক্ষ অর্পণা চক্রবর্তী, প্রভাষক সফিউল আলম, মোঃ সাইদুর রহমান, মোঃ আমির হোসেন, নুরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে মোট ১২২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপবৃত্তি প্রদান করা হয়। আদিবাসী সম্মেলন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৯ অক্টোবর ॥ এই প্রথম সমাজের নৃ-গোষ্ঠীদের নিয়ে নওগাঁ সেবাশ্রম সংঘে অনুষ্ঠিত হলো, ‘আদিবাসী সম্মেলন’। শনিবার বেলা ১১টায় মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন নওগাঁ সেবাশ্রম সংঘের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী দিগি¦জয়ানন্দজী মহারাজ। সনাতন ধর্মাবলম্বীদের বর্ণবিভেদ ভুলে গিয়ে ‘সবার ওপর মানুষ সত্য, তাহার ওপর নাই’ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই সেøাগানকে সামনে নিয়ে শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের আদর্শে জীবন গড়ার আহ্বান জানানো হয়। সম্মেলনে বক্তব্য রাখেন অধ্যাপক প্রনব রঞ্জন বসাক, ইঞ্জিনিয়ার গুরুদাস দত্ত, অনন্ত সরকার (সাতক্ষীরা) প্রমুখ।
×