ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাশার ফ্রি বার্গার

প্রকাশিত: ০৪:১৩, ৩০ অক্টোবর ২০১৬

সাশার ফ্রি বার্গার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে সমর্থন জানালে পাওয়া যাবে ফ্রি বার্গার। আর সেই সুযোগ কাজে লাগিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার ছোট মেয়ে সাশা ওবামা। আর এ সময় ১৫ বছর বয়সী সাশার সঙ্গে ছিল তার এক ছেলে সহপাঠী। ওয়াশিংটন ডিসির জেড-বার্গার নামে এক রেস্টুরেন্টে শুক্রবার দুপুরে এমন অফার চালু ছিল। অফারটি সবার আগে লুফে নিয়েছেন সাশা। হিলারিকে সমর্থন ও ভোট দিতে উৎসাহিত করতেই এমন আয়োজন ছিল রেস্টুরেন্টটিতে। আর ফ্রি বার্গার পাওয়ার জন্য অবশ্য একটি শর্তপূরণ করতে হয়েছে আগ্রহীদের। আর সেটি হলো ‘আই এ্যাম উইথ হার’ নামে বিশেষ পাসওয়ার্ড ব্যবহার করে হিলারিকে সমর্থন জানাতে হয়েছে। -ডেইলি মেইল চিঠির মূল্য ৬০ হাজার পাউন্ড! ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথকে লেখা বিখ্যাত সংগীতশিল্পী জন লেননের একটি চিঠির দাম উঠেছে ৬০ হাজার পাউন্ড। লিভারপুলে অনুষ্ঠিত ‘দ্য বিটলস স্টোরি’ নামের একটি প্রদর্শনীতে নিলামে ওঠে হাতে লেখা ওই চিঠিটি। রানীর পক্ষ থেকে জন লেননকে দেয়া সম্মানসূচক মোস্ট এক্সিলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এ্যাম্পায়ার (এমবিই) ফিরিয়ে দেয়ার জন্য বাকিংহাম প্যালেসে ওই চিঠিটি পাঠান লেনন। - সিনহুয়া ফসল রক্ষায় লেজার... ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর লিভারপুলের জন মুরস ইউনিভার্সিটির একদল গবেষক কীটপতঙ্গ ও ইঁদুরের হাত থেকে ফসলকে রক্ষা করতে নতুন লেজার প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এই প্রযুক্তি ইঁদুর ও কীটপতঙ্গের জন্য আতঙ্ক সৃষ্টি করে বলে জানানো হয়। চলতি বছরের নবেম্বরে স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও স্পেনে এই প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চালানোর কথা রয়েছে। গবেষণায় সহায়তা করতে এই প্রকল্পে ১৭ লাখ ইউরো তহবিল দিয়েছে ইউরোপিয়ান কমিশন। নতুন এই প্রযুক্তির নাম দেয়া হয়েছে ‘লেজার ফেন্স।’ -বিবিসি।
×