ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে বর্মণ পরিবারের জমি দখলে নেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৪:১০, ৩০ অক্টোবর ২০১৬

গাজীপুরে বর্মণ পরিবারের জমি দখলে নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুরের পাঁচটি উপজেলায় অনেক বর্মণ পরিবারের ভিটেমাটি ও আবাদি জমি জোরপূর্বক দখলে নেয়ার অভিযোগ করেছেন ট্রাইবাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। তারা অভিযোগ করেন, যুগ যুগ ধরে গাজীপুরের ৫টি উপজেলায় হিন্দু, মুসলমান এবং খ্রীস্টান সম্প্রদায়ের সহাবস্থান চলে আসছে। কয়েক শতাব্দী ধরে এই এলাকায় বর্মণ, গারো, কোচ ও ওরাঁও আদিবাসী সম্প্রদায়ের বসবাস। বর্তমানে তাদের সংখ্যা প্রায় ৮০ হাজার। শহরতলী এলাকা হওয়ায় ওই এলাকার ভূমির কদর অনেকগুণ বেড়েছে। কিন্তু চরম সঙ্কটে পড়ছে নিরীহ ও অসহায় আদিবাসী সমাজ। বেড়েছে আদিবাসীদের ওপর শোষণ ও নির্যাতন। নানা কৌশলে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে আদিবাসীদের ভূমি বেদখলের অমানবিক খেলায় মেতেছে একটি স্বার্থবাদী চক্র। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ট্রাইবার ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) আয়োজিত মানববন্ধন কর্মসূচী পালনকালে ট্রাইবাল নেতৃবৃন্দ এ অভিযোগ করেন। টিডব্লিউএ, কালীকৈর শাখার চেয়ারম্যান বিকাশ বর্মণের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন টিডব্লিউএ, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আলবার্ট মানখিন, কোষাধ্যক্ষ যোহন সাংমা, গারো স্টুডেন্ট ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিপুল সাংমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক নিপুণ ত্রিপুরা, বর্মণ-কোচ ছাত্র ঐক্য পরিষদের কনভেনর আশীষ বর্মণ প্রমুখ। ট্রাইবাল নেতৃবৃন্দ অভিযোগ করেন, গাজীপুরের আদিবাসীদের অস্তিত্ব রক্ষার প্রয়োজনে আজ রাজপথে নামতে বাধ্য হয়েছি। একের পর এক ভূমি বেদখলের শিকার হয়ে ভিটেমাটি হারিয়ে পথে বসছে অনেক পরিবার। মামলা শুরু হলে আর যেন শেষ হয় না। আদিবাসীদের অর্থের অভাব ও অনভিজ্ঞতার সুযোগে ভূমি সংক্রান্ত মামলা বছরের পর বছর চলতেই থাকে। এ সুযোগে ভূমিসমূহ বেদখলে নিয়ে ভোগ করতে থাকে স্বার্থবাদী চক্রের সদস্যরা। পাশাপাশি চলে আদিবাসীদের প্রাণনাশের হুমকি। আর অন্যের দ্বারে দ্বারে ঘুরেও ন্যায্য বিচার না পেয়ে এলাকাছাড়া হয়ে পড়ে অনেক আদিবাসী পরিবার। সম্প্রতি জমি সুনীল বর্মণ ও অনীল বর্মণসহ কিছুসংখ্যক পরিবারের ১৯৯ শতাংশ রেকর্ডভুক্ত জমি দখলে নিতে কতিপয় বহিরাগত লোকজন জাল দলিলের মাধ্যমে জমি দখল, মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছে।
×