ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টোকিও ফেস্টিভ্যালে ‘নাসিমা’

প্রকাশিত: ০৩:৫৩, ৩০ অক্টোবর ২০১৬

টোকিও ফেস্টিভ্যালে ‘নাসিমা’

সংস্কৃতি ডেস্ক ॥ দেশের প্রথম নারী সার্ফার নাসিমার সার্ফিং জীবন এবং কক্সবাজারের সার্ফিং নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘নাসিমা’ জাপানে অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ প্রামাণ্যচিত্র উৎসব ‘টোকিও ডকস’-এ প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। প্রামাণ্যচিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন গুপী-বাঘা প্রোডাকশন্স লিমিটেডের কর্ণধার আরিফুর রহমান ও বিজন ইমতিয়াজ। এ জুটির প্রথম ফিচার ফিল্ম ‘মাটির প্রজার দেশে’ চলতি বছরের শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। ২০১৫ সালের ‘টোকিও ডকস’-এর পঞ্চম আসরে চারটি গল্প অর্থ পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করে। আরিফ-বিজন জুটির ‘নাসিমা’ তার একটি। এরপর টানা এক বছর পর এর কাজ শেষ হয়। আগামী ৬ নবেম্বর জাপানের টোকিও শহরে শুরু হতে যাওয়া ‘টোকিও ডকস’-এর ষষ্ঠ আসরে প্রথমবারের মতো প্রদর্শিত হবে ‘নাসিমা’ প্রমাণ্যচিত্রটি। টোকিও ডকস-এর আমন্ত্রণে এবারের উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে টোকিও যাচ্ছেন আরিফুর রহমান। সেখানে এর প্রদর্শনীর পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা নবীন নির্মাতাদের সামনে ‘নাসিমা’ নির্মাণের অভিজ্ঞতা বর্ণনা করবেন আরিফ। বাংলদেশে খেলা হিসেবে সার্ফিং একেবারেই নতুন। মূলত বিদেশী পর্যটকদের সার্ফিং দেখে দেখে কক্সবাজারের ঢেউয়ে প্রথমবারের মতো সার্ফিং শুরু করেন জাফর আলম। তাকে দেখে অনুপ্রাণিত হয়ে এ খেলায় যুক্ত হন নাসিমা। এরপর টানা চারবার ছেলে- মেয়ে উভয়ের মধ্যেই জাতীয় সার্ফিং চ্যাম্পিয়ন হন তিনি। যখন দেশের গি পেরিয়ে নিজের নাম ছড়িয়ে পড়ল সারাবিশ্বে, তখনই সার্ফিং ছেড়ে দিতে বাধ্য হন নাসিমা। একটা সময় সার্ফিং ছাড়া জীবন অর্থহীন মনে হতে শুরু করে নাসিমার। শুরু হয় আবারও সার্ফিংয়ে ফেরার লড়াই। দুই বছর পর ফের প্রতিযোগিতায় নাম লেখান নাসিমা। শুরু হয় নতুন এক যুদ্ধ। নাসিমার সেই জীবনযুদ্ধের ওপর ভিত্তি করেই এগিয়ে যায় প্রামাণ্যচিত্রের গল্প। টোকিও ডকসে দেখানো হবে ছবিটির ৩০ মিনিটের একটি সংস্করণ। এছাড়া বিশ্বের অন্যান্য ফেস্টিভ্যালের জন্য এর একটি ফিচার ভার্সন তৈরি হয়েছে। বাংলাদেশের সিনেমা হলেও এটি মুক্তি দেয়ার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতাদ্বয়।
×