ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এসএম সোলায়মান প্রণোদনা পাচ্ছেন রামিজ রাজু

প্রকাশিত: ০৩:৫৩, ৩০ অক্টোবর ২০১৬

এসএম সোলায়মান প্রণোদনা পাচ্ছেন রামিজ রাজু

স্টাফ রিপোর্টার ॥ থিয়েটার আর্ট ইউনিট প্রবর্তিত ‘এসএম সোলায়মান প্রণোদনা-২০১৬’ পাচ্ছেন তরুণ নাট্যশিল্পী রামিজ রাজু। ১৯৯৯ সালে থিয়েটারের সঙ্গে যুক্ত হওয়া রামিজ রাজু প্রাঙ্গণেমোর নাট্যদলে আছেন শুরু থেকেই। দলের সবগুলো প্রযোজনাতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী চরিত্র উত্তীয়, অতীন, বিশু পাগল, অমিত, শোভনলাল চরিত্রে অনবদ্য তিনি। এছাড়া আওরঙ্গজেব নাটকের সম্রাট শাহজাহান, সৈয়দ শামসুল হকের ‘ঈর্ষা’ নাটকে পৌঢ় এবং কনডেমন্ড সেল নাটকে বদ্দার চরিত্রে অভিনয় করে ব্যাপকভাবে দর্শক-নন্দিত হয়েছেন। অভিনয়ের পাশাপাশি দলের ও দলের বাইরে বিভিন্ন প্রযোজনায় সঙ্গীত পরিকল্পনার পাশাপাশি বেশকিছু মঞ্চ নাটক নির্দেশনাও দিয়েছেন। প্রাঙ্গণেমোরের নজরুল প্রযোজনা আলেয়া গীতিনাট্য অবলম্বনে ‘দ্রোহ প্রেম নারী’ নাটকটির নির্দেশনা দিয়েছেন তরুণ এই নাট্য অভিনেতা। রামিজ রাজু মঞ্চের পাশাপাশি সমানভাবে মিডিয়াতেও ব্যস্ত। বর্তমানে তিনি বেশকিছু একক নাটক, ধারাবাহিক নাটক ও টেলিফিল্মে কাজ করছেন যা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হচ্ছে। সেরা অভিনেতা হিসেবে আরটিভি কর্তৃক স্টার এ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তিনি। এর আগে এস এম সোলায়মান প্রণোদনা গ্রহণ করেছে আমিনুর রহমান, সাইদুর রহমান, শাহাদাত হোসেন, আনোয়ারুল হক, কাজী তৌফিকুল ইসলাম, ত্রপা মজুমদার, সুদীপ চক্রবর্তী, সামিনা লুৎফা এবং পাবনা চাঁটমোহরের সমন্বয় থিয়েটার ও মৌলভীবাজার কমলগঞ্জের মণিপুরি থিয়েটার। প্রসঙ্গত, প্রয়াত নাট্যজন এস এম সোলায়মান স্মরণে ২০০৫ সাল থেকে প্রতি বছর একজন তরুণ মেধাবী নাট্যশিল্পী অথবা নাট্যসংগঠনকে এ প্রণোদনা দিয়ে আসছে নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট। এরই ধারাবাহিকতায় আজ জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে থিয়েটার আর্ট ইউনিট আয়োজন করেছে এসএম সোলায়মান প্রণোদনা ২০১৬ ও স্মারক বক্তৃতা অনুষ্ঠান। সেখানে রামিজ রাজুকে প্রণোদনা দেয়া হবে বলে জানা গেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। স্মারক বক্তৃতা দেবেন ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত নাট্যগবেষক আশিস গোস্বামী। আলোচক থাকবেন নাট্যজন শিশির দত্ত ও অনন্ত হিরা। অনুষ্ঠানে থাকবে এস এম সোলায়মান রচিত ও সুরারোপিত গান। এস এম সোলায়মান ১৯৫৩ সালের ২৯ সেপ্টেম্বর ভারতের আসামের ডিগবয় শহরে জন্মগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় জীবনে সোলায়মান নাট্যচর্চায় যুক্ত হন এবং বাংলাদেশের নবনাট্য আন্দোলনে ভূমিকা রাখেন।
×