ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তিন হাজার শিক্ষার্থীকে বৃত্তি দিল ডাচ্-বাংলা ব্যাংক

প্রকাশিত: ০৩:৪৮, ৩০ অক্টোবর ২০১৬

তিন হাজার শিক্ষার্থীকে বৃত্তি দিল ডাচ্-বাংলা ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৬ সালের মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ভাল ফল করায় তিন হাজার ৩৭ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে ডাচ্-বাংলা ব্যাংক। এসব শিক্ষার্থীকে দুই বছর প্রতিমাসে দুই হাজার টাকা ও বছরে পাঠ্য উপকরণের জন্য ২হাজার ৫শ’ ও পোশাকের জন্য এক হাজার টাকা প্রদান করবে। শনিবার রাজধানীর মিরপুরের ইনডর স্টেডিয়ামে ডাচ্-বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, উচ্চ আশার একমাত্র উপায় হলো জ্ঞান আহরণ। লেখাপড়ার প্রতি আকর্ষণ যেন কোনদিন শেষ না হয়। জ্ঞান আহরণে ভিডিও অত্যন্ত চুম্বকভাবে জ্ঞান দান করে জানিয়ে মুহিত বলেন, সেখানে অনেক ভুলও থাকে। গুগলে এজন্য লেখা থাকে ভুল হলে আমাকে শুদ্ধ করুন। বিশেষ অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক, মেয়েদের শিক্ষার সুযোগ দিয়ে ১৮ বছরের আগে বিয়ে না দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বৃত্তি পাওয়ার অনুভূতি ব্যক্ত করেন বেগম বদরুন্নেছা সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী ডালিয়া আক্তার, শারমীন আক্তার, নটর ডেম কলেজের রাহাত রানা ও পঞ্চগড়ের কমলাপুর হাইস্কুলের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী রাইসুল ইসলাম। ডাচ্-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ এতে সভাপতিত্ব করেন। সমাপনী বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ। নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই শুরু বিশ হাজার ৬২৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নাটোরের গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই শুরু কার্যক্রম হয়েছে। গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সুগার মিলের ডোঙ্গায় আখ ফেলে মাড়াইয়ের উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন, সচিব মাহবুবুর রহমান, মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল আজিজ, নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদুল্লাহ প্রমুখ। -অর্থনৈতিক রিপোর্টার এনএক্সপি কিনছে মার্কিন কোয়ালকম তিন হাজার ৮০০ কোটি মার্কিন ডলার মূল্যে ডাচ সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনএক্সপি সেমিকন্ডাক্টরস এনভিকে কিনতে সম্মতি জানিয়েছে চিপ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান কোয়ালকম। সেমিকন্ডাক্টর নির্মাতা খাতে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি। রয়টার্সের তথ্যমতে, এ চুক্তি স্মার্টফোনের বাজারে কোয়ালকমের নির্ভরতা কমাবে বলে ধারণা করা হচ্ছে। এনএক্সপি’র সঙ্গে চুক্তির মাধ্যমে কোয়ালকম ইন্টারনেট অব থিংস (আইওটি) নিয়ে বড় এক বাজিতে নামছে। ইন্টারনেট অব থিংস বিভিন্ন দৈনন্দিন জীবনে ব্যবহার্য জিনিসপত্র যেমন ফ্রিজ এবং গাড়ির মধ্যে একে অন্যের সঙ্গে যোগাযোগ করতে সহায়তা করে। কোয়ালকমের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন মলেনকপফ বলেন, ‘অটোমোবাইল এবং আইওটিতে আবিষ্কারের গতি নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে এবং আমি মনে করি আমরা একে একটি বিশাল সুযোগ হিসেবে দেখি।’ -অর্থনৈতিক রিপোর্টার
×