ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাউন হল মিটিংয়ে কাজী আকরাম

অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে স্ট্যান্ডার্ড ব্যাংক

প্রকাশিত: ০৩:৪৬, ৩০ অক্টোবর ২০১৬

অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে স্ট্যান্ডার্ড ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়েছে বেসরকারী খাতের স্ট্যান্ডার্ড ব্যাংক। আগামীতে দেশের প্রান্তিক জনগোষ্ঠীসহ সকল পর্যায়ের মানুষকে আরও বেশি ব্যাংকিং সেবা দিতে কাজ করবে ব্যাংকটি। এজন্য স্ট্যান্ডার্ড ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের একযোগে কাজ করার আহ্বান জানান ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহ্মদ। শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের টাউন হলে মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মামুন-উর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান ফিরোজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে কাজী আকরাম উদ্দিন আহ্মদ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক অভিনন্দন জানান এবং ব্যাংকের সার্বিক উন্নতিকল্পে সকলকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ শাখা ব্যবস্থাপকসহ উপস্থিত সবাইকে তাদের পেশাগত মান আরও উন্নয়নপূর্বক আগামী বছরগুলোতে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে ব্যাংকের প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখার আহব্বান জানান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, এস এ এম হোসাইন, মোহাম্মদ আব্দুল আজিজ, গুলজার আহমেদ, মোঃ জাহেদুল হক, এস এস নিজামুদ্দীন আহমেদ, নজমুল হক চৌধুরী এবং উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মোতালেব হোসেন। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় ও ঢাকা অঞ্চলের শাখাসমূহের সর্বস্তরের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীগণ উক্ত সম্মেলনে যোগদান করেন। ব্যাংকের পরিচালকবৃন্দ তাদের বক্তব্যে ব্যাংকের ব্যবসা বৃদ্ধিকল্পে স্ব স্ব মতামত তুলে ধরেন।
×