ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লোকসানে এপেক্স ফুডস

প্রকাশিত: ০৩:৪৩, ৩০ অক্টোবর ২০১৬

লোকসানে এপেক্স ফুডস

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৫-১৬ হিসাব বছরে লোকসানে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি এপেক্স ফুডস লিমিটেড। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটি ১ কোটি ৩২ লাখ টাকা লোকসান করেছে। এদিকে লোকসানে পড়লেও গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সমাপ্ত হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, সর্বশেষ হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩২ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৮ টাকা ৬১ পয়সায়। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ নবেম্বর। বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে ২২ ডিসেম্বর। জানা যায়, মূলত রিটেইন্ড আর্নিংস (অবণ্টিত মুনাফা) থেকেই শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০১৪-১৫ হিসাব বছর শেষে কোম্পানির রিটেইন্ড আর্নিংস দাঁড়িয়েছে ১৭ কোটি ৪১ লাখ টাকা। উল্লেখ্য, ২০১১-১২ হিসাব বছরে এপেক্স ফুডসের রফতানি আয় ছিল ৩৯৩ কোটি টাকা, যা পরের বছর ৩৩০ কোটি টাকায় নেমে আসে। যদিও এ দুই বছরে রফতানির জন্যই কোম্পানিটি চলতি বছরের আগস্টে সরকারের কাছ থেকে ‘জাতীয় রফতানি পদক’ পায়। তবে ওই দুই বছরের রফতানিতে আবদান রাখার জন্য সর্বোচ্চ পদক পেলেও ২০১৪-১৫ হিসাব বছর থেকেই কোম্পানির রফতানি আয় কমতে শুরু করে। দেশে হিমায়িত চিংড়ি রফতানিতে শীর্ষে থাকা প্রতিষ্ঠানটির রফতানি আয় দুই বছর ধরেই কমতে দেখা গেছে। এতে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি লোকসানের মুখে পড়ে, যার ধারাবাহিকতায় পুরো হিসাব বছরেই লোকসানে পড়েছে কোম্পানিটি। ২০১৪-১৫ হিসাব বছরে কোম্পানির রফতানি আয় আগের বছরের চেয়ে ২৮ শতাংশ কমে ২৭৫ কোটি টাকায় নেমে আসে। এতে কোম্পানিটি গত পাঁচ বছরের ইতিহাসে প্রথমবারের মতো পরিচালন লোকসানের মুখে পড়ে। এ সময়ে পরিচালন লোকসান হয় ৫ কোটি ৩৫ লাখ টাকা।
×