ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১৭.৩৩ শতাংশ

প্রকাশিত: ০৩:৪৩, ৩০ অক্টোবর ২০১৬

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১৭.৩৩ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে দেশের দুই পুঁজিবাজারে কিছুটা দর পতন হলেও লেনদেনে ইতিবাচক প্রবণতা বজায় ছিল। সপ্তাহজুড়ে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের তিন দিনই কমছে সূচক। বাকি দুই দিন বাড়লেও তা ছিল খুবই সামান্য। তবে এ পতনকে কিছুটা মূল্য সংশোধন হিসেবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে, এর আগে কয়েক দিনে শেয়ারের দাম বেড়েছে। ফলে কারও কারও মধ্যে মুনাফা তুলে নেয়ার প্রবণতা তৈরি হয়। আবার লেনদেনেও বড় ধরনের কোন পরিবর্তন ঘটেনি, এটি ইতিবাচক ধারাই রয়েছে। তাই এ মূল্য সংশোধনকে বাজারের স্বাভাবিক প্রবণতা হিসেবেই দেখছেন তারা। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৭.৩৩ শতাংশ। এ বিষয়ে মার্চেন্ট ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, মাঝে মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেয়ার ঝোঁক বিরাজ করে। এরই জের ধরে সপ্তাহের শেষদিকে কিছুটা নিম্নমুখী ছিল বাজার। তবে এটা কোন দীর্ঘমেয়াদী পতন নয়, কেননা সরকার ও নিয়ন্ত্রক সংস্থাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নানামুখী উদ্যোগে বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে। পাশাপাশি জুন ক্লোজিং কোম্পানিগুলো শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদানের ঘোষণা দিচ্ছে, যা পুঁজিবাজারকে গতিশীল করতে সহায়তা করছে। ফলে এ পতন থেকে শীঘ্রই ঘুরে দাঁড়াবে বাজার। তাই বিনিয়োগকারীদের কোন প্রকার গুজবে কান না দিয়ে জেনে বুঝে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন তারা। সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক কমলেও বেড়েছে লেনদেন। আলোচ্য সপ্তাহে লেনদেন বৃদ্ধির পরিমাণ ছিল ১৭ দশমিক ৩৩ শতাংশ। গত সপ্তাহে লেনদেন হয়েছে ৩ হাজার ১৯ কোটি ৯ লাখ টাকার শেয়ার, যা এর আগের সপ্তাহে ছিল ২ হাজার ৫৭৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার। সে হিসাবে আলোচ্য সপ্তাহে লেনদেন বেড়েছে ৪৪৫ কোটি ৯৩ লাখ টাকা। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮০ দশমিক ০১ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ২ দশমিক ৮১ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৫ দশমিক ০৭ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ২ দশমিক ১১ শতাংশ। ডিএসইর সার্বিক সূচক কমেছে ১ দশমিক ২০ শতাংশ বা ৫৬ দশমিক ২১ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক বেড়েছে দশমিক ১৮ শতাংশ বা ৩ দশমিক ২১ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে দশমিক ১৮ শতাংশ বা ১ দশমিক ৯৬ পয়েন্টে। পুরো সপ্তাহে ডিএসইতে ৭১.৭৩ শতাংশ কোম্পানির দরপতন ঘটেছে। একই সঙ্গে কমেছে মূল্যসূচক, বাজার মূলধন ও মূল্য আয় অনুপাত (পিই রেশিও)। সপ্তাহজুড়ে ডিএসইতে ৩২৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৮টি বা ২৩.৭১ শতাংশ কোম্পানির, কমেছে ২৩৬টি বা ৭১.৭৩ শতাংশ কোম্পানির ও অপরিবর্তিত রয়েছে ১৫টির বা ৪.৫৬ শতাংশ কোম্পানির। আর সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ২৮ হাজার ১৬৬ কোটি টাকা। সপ্তাহের শেষে তা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ২৬ হাজার ১০ কোটি টাকায়। অর্থাৎ গত সপ্তাহে বাজার মূলধন কমেছে ০.৬৬ শতাংশ। ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ডরিন পাওয়ার, ফরচুন সুজ, কেডিএস এক্সেসরিজ, মবিল যমুনা বিডি, আইটিসি, স্কয়ার ফার্মা, তিতাস গ্যাস, মিথুন নিটিং, আর্গন ডেনিমস ও সাইফ পাওয়ার টেক। দরবৃদ্ধির শীর্ষের কোম্পানিগুলো হলো : ডরিন পাওয়ার, স্টাইলক্রাফট, জেএমআই সিরিঞ্জ, ইস্টার্ন হাউজিং, মিরাকল ইন্ড্রাস্টিজ, মিরাকল ইন্ড্রাস্টিজ, আইটিসি, ডেফোডিল কম্পিউটার, এপেক্স স্পিনিং ও মুন্নু জুট স্টাফলারস। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৯৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার। সার্বিক সূচক কমেছে ১ দশমিক ০১ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৬টি কোম্পানির। আর দর কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির। আর আগের সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ১৬১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার। সার্বিক সূচক কমেছিল দশমিক ২৩ শতাংশ।
×