ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদারীপুর: দু’প্রার্থীর সমর্থকদের হামলা-ভাংচুর-অগ্নিসংযোগ

প্রকাশিত: ০১:৫৮, ২৯ অক্টোবর ২০১৬

মাদারীপুর: দু’প্রার্থীর সমর্থকদের হামলা-ভাংচুর-অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদের স্থগিত ৩ কেন্দ্রের নির্বাচন মঙ্গলবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রোহী প্রাথীর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারের সূত্র ধরে শনিবার সকালে থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় হামলা, দোকানপাট ও ঘরবাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয়, পুলিশ, আহতসহ একাধিক সূত্রে জানা গেছে, নির্বাচনের শুরু থেকেই আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী এড. বাবুল আক্তার ও বিদ্রোহী প্রার্থী বাদল ফকিরের সাথে উত্তেজনা চলছিল। এরই সূত্র ধরে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় হামলা, দোকানপাট ও ঘরবাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বাদল ফকিরের সমর্থকরা আওয়ামীলীগের প্রার্থী এড. বাবুল আক্তারের মন্টারপুল এলাকার নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুরসহ আশে পাশের প্রায় ১০/১৫টি দোকান ভাংচুর ও ২টি বাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। পরে আওয়ামীলীগের প্রার্থী এড. বাবুল আক্তারের সমর্থকরা ছয়না গ্রামে গিয়ে বাদল ফকিরের সমর্থক সামচু হাওলাদার, কালাম হাওলাদার, হায়দার হাওলাদার, ফিরোজ হাওলাদার, সিরাজ হাওলাদার, নুর ইসলাম বেপারী, মালেক দর্জী, লতু দর্জী, নুরু দর্জীসহ প্রায় ১০/১২টি ঘরে আগুন ও প্রায় ২০টি ঘর কুপিয়ে ভাংচুর করেছে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও র্যা ব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাদারীপুর সদর থানার এসআই মো. হাসান বলেন, ‘খবর পেয়ে পুলিশ, র্যা ব ও ফায়ার সার্ভিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন আছে।’ উল্লেখ্য, চলতি বছর ৩১ মার্চ নির্বাচন চলাকালে ঘটমাঝি ইউনিয়নের ৬. ৭ ও ৯ নং ওয়ার্ডের ছয়না, কুন্তিপাড়া ও করদী কেন্দ্রে সংঘর্ষ ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ কারণে ঐ ৩ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছিলেন নির্বাচন কর্তৃপক্ষ। মঙ্গলবার ঐ ৩ কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে।
×