ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় ৩ দিনব্যাপী তাবলিগ জামাতের জেলা ইজতেমা

প্রকাশিত: ২২:৪৯, ২৯ অক্টোবর ২০১৬

গাইবান্ধায় ৩ দিনব্যাপী তাবলিগ জামাতের জেলা ইজতেমা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের তুলসীঘাটে কাশীনাথ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানরত তিনদিনব্যাপী তাবলিগ জামাতের জেলা ইজতেমা আজ শনিবার সকালে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। হাফেজ মাওলানা মোহাম্মদ হোসেন বয়ান শেষে বাংলাদেশসহ বিশ্বের শান্তি কামনায় মোনাজাতের মধ্য দিয়ে এ ইজতেমার সমাপ্তি ঘোষণা করেন। গত ২৭ অক্টোবর বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। টঙ্গী বিশ্ব ইজতেমায় স্থান সংকুলান না হওয়ায় প্রতিবছর পর্যায়ক্রমে দেশের ৩২ জেলায় এ ইজতেমা অনুষ্ঠানের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় গাইবান্ধায় এ ইজতেমা অনুষ্ঠিত হয়। ইজতেমার পরিবেশ স্বাভাবিক রাখতে র্যা ব, পুলিশ, গ্রাম পুলিশ ও অন্যান্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন।
×