ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৮:৫৮, ২৯ অক্টোবর ২০১৬

রাজধানীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর আগাঁরওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পুকুর থেকে এক অনাথ শিশুর ভাসমান লাশ উদ্ধার হয়েছে। জুরাইনের গত শনিবার বাসায় গ্যাসের লাইনের লিকেজ থেকে আগুনে দগ্ধ এক শিশুর মৃত্যু হয়েছে। মুরাদপুরে দোতলার গ্লাস ভেঙ্গে নিচে পড়ে দুই শিশু গুরুতর আহত হয়েছে। অপরদিকে হাজারীবাগে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। অন্যদিকে বংশাল থেকে ৫১০ নেশাজাতীয় ইনজেকশন ও ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শাহজালাল বিমানবন্দর থেকে আমদানি নিষিদ্ধ ২৫০ কার্টন বিদেশী সিগারেটসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শুক্রবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে জানা গেছে, আগারগাওয়ে ইউজিসির পুকুরে পড়ে সাজু আক্তার (১৩) নামে এক অনাথ শিশুর মৃত্যু হয়েছে। কয়েক বছর আগে সাজুকে বাণিজ্যমেলা থেকে কুড়িয়ে পান মাহাবুবুল আলম নামের এক ব্যক্তি। সেই থেকে সাজু তাদের সঙ্গে থাকত। শুক্রবার ভোরের দিকে স্থানীয়রা সাজুর ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। দগ্ধ শিশুর মৃত্যু ॥ জুরাইনের একটি বাসায় গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে আগুনে দগ্ধ শিশু রনির (১০) মৃত্যু হয়েছে। সাতদিন মৃত্যুর সঙ্গে লড়ে শুক্রবার বিকেলে সে ঢামেক বার্ণ ইউনিটে মারা যায়। একই ঘটনায় তার বাবা-মাসহ দগ্ধ চারজন বার্ন ইউনিটে চিকিৎসাধীন। দুই শিশু গুরুতর আহত ॥ জুরাইন মুরাদপুর এলাকায় দোতলার গ্লাস ভেঙ্গে নিচে পড়ে বিল্লাল ও শামীম নামে দুই শিশু আহত হয়েছে। তাদের ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। বিদ্যুতস্পৃষ্ট যুবকের মৃত্যু ॥ হাজারীবাগে বিদ্যুতস্পৃষ্ট হয়ে খাইরুল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ট্যানারি মোড়ে বাসা পাল্টানোর কাজ করতে গিয়ে তিনি বিদ্যুতস্পৃষ্ট হন। মাদকসহ এক ব্যবসায়ী গ্রেফতার ॥ বংশাল এলাকা থেকে বুপ্রেনরফিন নামে ৫১০ ইনজেকশনসহ মারুফ হোসেন ওরফে মিল্টন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ডেমরা জোনাল টিমের একটি দল তাকে আটক করে। তার কাছ থেকে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। বিমান ॥ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২২ লাখ টাকার আমদানি নিষিদ্ধ ২৫০ কার্টন বিদেশী সিগারেটসহ মোহাম্মদ শুয়াইব উদ্দিনের নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
×