ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কাশ্মীরে জঙ্গীদের গুলিতে ভারতীয় সেনা নিহত

প্রকাশিত: ০৮:৫০, ২৯ অক্টোবর ২০১৬

কাশ্মীরে জঙ্গীদের গুলিতে ভারতীয় সেনা নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে ভারত। বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্তে শুক্রবার ভোর থেকে পাকিস্তান গোলাবর্ষণ করে বলে ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। জম্মু-কাশ্মীরে শুক্রবার লাইন অব কন্ট্রোলের কাছে জঙ্গীদের গুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়। জঙ্গীরা ওই সেনার লাশ কেটে টুকরো টুকরো করে। এ সময় গুলিতে এক জঙ্গীও নিহত হয়। এর আগে বৃহস্পতিবার সেখানে ভারতীয় বাহিনীর গোলাবর্ষণে দুজন নিহত ও ১১ জন আহত হয় বলে ডনের খবরে বলা হয়েছে। খবর বিবিসি, ডন, পিটিআই ও এনডিটিভি অনলাইনের। কাশ্মীরের নওশেরা, সুন্ডরবানি ও পাল্লানওয়ালা সেক্টরে শুক্রবার ভোর থেকে গোলাবর্ষণ শুরু করে পাক সীমান্তরক্ষী বাহিনী। ভারতীয় কর্মকর্তারা দাবি করেছেন, পাকিস্তান ১২ ঘণ্টার মধ্যে ছয়বার অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে। এতে জম্মুর কাঠুয়া জেলার এক ব্যক্তি আহত হয়েছে। পাকিস্তান দাবি করেছে লাইন অব কন্ট্রোল (এলওসি) এবং ওয়ার্কিং বাউন্ডারিতে ভারতীয় বাহিনীর হামলার জবাব দিতেই তারা গোলাবর্ষণ করেছে। বৃহস্পতিবার এলওসির টাট্টাপানি, জান্ড্রোট ও নাকিয়াল সেক্টরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইজন নিহত ও ১১ জন আহত হয়। এর আগে বুধবার ওয়ার্কিং বাউন্ডারির হারপাল ও চাপরার সেক্টরে বিএসএফ ও পাকিস্তানের রেঞ্জারের মধ্যে ১১ ঘণ্টা গুলিবিনিময় হয়। পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার ॥ গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতে পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তাকে বহিষ্কারের পর ভারতীয় এক কূটনীতিককে বহিষ্কার করেছে পাকিস্তান। ইসলামাবাদের একটি বিবৃতিতে বলা হয়েছে, সুরজিৎ সিং নামের ওই কর্মকর্তা ভিয়েনা কনভেনশন ভঙ্গ করেছেন। ভারতীয় স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, পাকিস্তান হাইকমিশনে কর্মরত ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু আইনগত দায়মুক্তির সুযোগ থাকায় ওই কূটনীতিককে পরে ছেড়ে দেয়া হয়।
×