ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টিকেট কালোবাজারে

প্রকাশিত: ০৬:২৭, ২৯ অক্টোবর ২০১৬

টিকেট কালোবাজারে

রূপশ্রী সিনেমা হলের রূপালি পর্দায় চলিতেছে জোয়ার ভাটা। আজই আসুন। চিত্রালয়ে আসিতেছে নায়করাজ রাজ্জাক অভিনীত আগুন। না দেখিলে মিস করিবেন। সকাল থেকে দিনমান চলত এরকম মাইকিং। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সর্বশেষ ঠিক কবে এমন মাইকিং শুনেছে তা স্মরণ করতে পারে না। শহরের সিনেমা হলগুলোতে ছবি আসার পর এমন প্রচার হয়েছে। এক সময় সিনেমা হলই ছিল দর্শকদের বিনোদনের অন্যতম মাধ্যম। তখন দিনভর কিশোর, তরুণ, মধ্যবয়সী মানুষের ভিড় ছিল। প্রত্যন্ত গ্রাম থেকে এসেছে অনেকে। মানুষের ভিড়ে গিজ গিজ করেছে সিনেমা হল রোড, বর্তমানে ডাক্তার ফরিদুল হুদা রোড। ব্রাহ্মণবাড়িয়া শহরের রূপশ্রী সিনেমা হল ঘিরে এক সময় মানুষের মেলা বসেছে। তখন সিনেমার টিকেট ব্ল্যাক হয়েছে। টিকেট নিয়ে চলতো মারদাঙ্গা হাঙ্গামা। ৩টা থেকে ৬টা ম্যাটিনী শো, ৬টা থেকে ৯টা ফার্স্ট শো, রাত ৯টা থেকে ১২টা নাইট শো। এছাড়া ছাত্র-ছাত্রীদের জন্য সপ্তাহে তিন দিন ছিল মর্নিং শো। সরকারী কর্মকর্তাসহ সমাজের বিশিষ্টদের জন্য ছবির আগাম টিকেটের ব্যবস্থা ছিল। বিভিন্ন স্থানে পোস্টার সাঁটানো হয়েছে। শহরে দু’টি সিনেমা হল চিত্রালয় ও রজনীগন্ধা ছিল। হল ভাঙ্গার সঙ্গে সঙ্গে হাজারো মানুষ দল বেঁধে ঘরে ফিরেছে। যেন মিছিলের দৃশ্য। সে অবস্থা হারিয়ে গেছে। Ñরিয়াজউদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া থেকে
×