ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চলনবিলে পানিপ্রবাহে বাধা সৃষ্টি করে মাছ নিধন

প্রকাশিত: ০৬:২০, ২৯ অক্টোবর ২০১৬

চলনবিলে পানিপ্রবাহে বাধা সৃষ্টি করে মাছ নিধন

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ কতিপয় প্রভাবশালী চলনবিলের পানিপ্রবাহের মুখে অবৈধ সুতি জাল পেতে মাছ ধরছে। বিলে পানিপ্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় আগামী রবিশস্য সরিষা, গম, রসুন ও ভুট্টার প্রায় ৮০ হাজার হেক্টর জমির আবাদ হুমকির মুখে পড়েছে। এ বিষয়ে এলাকার অনেকেই প্রশাসনের বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, চলনবিলের নাটোরের সিংড়া-গুরুদাসপুর, নওগাঁর আত্রাইবিলের একমাত্র পানিপ্রবাহের পথ সিরাজগঞ্জের তাড়াশের আত্রাই নদীর শাখা সাইড খালে উপজেলার কুন্দইল গ্রামের ব্রিজের সামনে স্কুলসংলগ্ন এবং কুন্দইল গ্রামের দক্ষিণ পাশে প্রভাবশালীরা অবৈধভাবে সুতিজাল পেতে মাছ নিধন করছে। এসব স্থানে প্রায় ২০ লক্ষাধিক টাকার বাঁশ ও অন্যান্য উপকরণ দিয়ে পানিপ্রবাহের মুখে অতি সূক্ষ্ম জাল পেতে মাছ ধরা হচ্ছে। এছাড়া ভেটুয়া খালে ২টি অবৈধ সুতিজাল পাতায় চলনবিলের কৃষকের রবিশস্য আবাদ এরই মধ্যে হুমকির মুখে পড়েছে। এসব জালের ফাঁস এতই ছোট যে, পোনা মাছ থেকে শুরু করে বড় ধরনের মা মাছও রেহাই পাচ্ছে না। স্থানীয় লোকজন জানান, এ বছর প্রায় কোটি টাকার মাছ ধরার পরিকল্পনা বাস্তবায়নে তারা কুন্দইলসহ চলনবিল এলাকার খাল-বিল দখল করেছে। চলনবিলের কৃষকরা জানান, পানিপ্রবাহের গুরুত্বপূর্ণ পথে সুতি জালগুলো পাতায় স্বাভাবিক কারণেই পানি নামতে দেরি হবে। ফলে চলনবিলের বৃহত্তর অংশের প্রায় ৮০ হাজার হেক্টর জমিতে রবিশস্য চাষ করা সম্ভব হবে না। এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান জানান, ঈদের আগে কয়েকটি সুতিজাল নিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। আবারও অভিযান চালানো হবে।
×