ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৬:২০, ২৯ অক্টোবর ২০১৬

হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৮ অক্টোবর ॥ চাল বিতরণে বিভিন্ন দফতরে অনিয়মের অভিযোগ করায় গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তাজুল ইসলাম ও ধারাবারিষা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বঙ্গবন্ধু প্রজন্মলীগ সভাপতি সুজনের ওপর হামলা চালিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার বিকেল ৫টায় চাঁচকৈড় বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চাঁচকৈড় বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা যুবলীগ সভাপতি আলাল শেখের সভাপতিত্বে সমাবেশ ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরকার এমাদাদুল হক মোহাম্মদ আলী, উপজেলা আ’লীগ সভাপতি এ্যাডভোকেট আনিছুর রহমান, বিশেষ অতিথি উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা। শৈলকুপায় সংঘর্ষে আহত একজনের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৮ অক্টোবর ॥ শৈলকুপা উপজেলার সাপখোলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত জাহাঙ্গীর আলম শিকদার (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮দিন পর তিনি মারা যান। শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, সাপখোলা গ্রামের নিত্যানন্দপুর ইউনিয়নের ইউপি সদস্য টিটু শিকদারের এক সমর্থককে গত বৃহস্পতিবার সকালে বর্তমান ইউপি চেয়ারম্যান ফারুখ বিশ্বাসের লোকজন মারধর করে। এরই জের ধরে উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে সাপখোলা গ্রামের জাহাঙ্গীর আলম সিকদারের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে চিকিৎসক ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। মৃত্যুর খবরে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিদ্যুতস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৮ অক্টোবর ॥ সদর উপজেলার রুহিয়ায় বিদ্যুতস্পৃষ্টে নম বর্মণ (২৭) ও সুব্রত বর্মণ (২৫) নামে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে রুহিয়া ইউনিয়নের মধুপুর গ্রামের একরামুল হকের বাড়িতে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় তাদের মৃত্যু হয়। নম বর্মণ মধুপুর গ্রামের নুনু বর্মণের ছেলে ও সুব্রতর বাড়ি আজেরামপুর গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একরামুল হক বাড়িতে নির্মাণ কাজে যোগ দেয় ওই দুই শ্রমিক। এক পর্যায়ে দুপুরে বাড়ির ছাদে থাকা পানির ট্যাঙ্ক সরাতে গিয়ে নম বর্মণ বিদ্যুতস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে সুব্রতও বিদ্যুতস্পৃষ্ট হয়। হবিগঞ্জে আবারও স্কুলছাত্র নিখোঁজ নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৮ অক্টোবর ॥ আলোচিত সুন্দ্রাটিকি অপহরণ ও হত্যাকা-ের রেশ কাটতে না কাটতেই বাহুবলে মামুনুর রশীদ (১১) নামে আবারও এক স্কুলছাত্র নিখোঁজ হওয়া নিয়ে প্রশাসনসহ সর্বত্র চলছে তোলপাড়। নিখোঁজ রশীদ সংশ্লিষ্ট উপজেলাধীন মনিকা গ্রামের জামাল মিয়ার পুত্র এবং ওই গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর মেধাবী ছাত্র।
×