ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিমলায় ভাল চাল তুলে পচা চাল বিক্রি ॥ গুদাম সিল

প্রকাশিত: ০৬:১৯, ২৯ অক্টোবর ২০১৬

ডিমলায় ভাল চাল তুলে পচা চাল বিক্রি ॥ গুদাম সিল

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্যবান্ধব কর্মসূচীর দশ টাকা কেজি দরের চাল বিক্রির জন্য ডিমলা উপজেলার সরকারী খাদ্য গুদাম হতে সরবরাহকৃত ভাল মানের চাল উত্তোলনের পর তা পরিবর্তন করে নিম্নমানের চাল বিক্রির সময় দুই ডিলারের চাল বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে। সেই সঙ্গে ওই ডিলারদের গুদাম সিলগালা করেছে প্রশাসন। শুক্রবার এ ঘটনা ঘটে উপজেলার ঝুনাগাছ চাঁপানী ইউনিয়নে। কার্ডধারীরা জানায়, তারা গত সেপ্টেম্বর মাসের এই চাল পায়নি। চলতি অক্টোবর মাসের কার্ডের ১০ টাকা কেজি দরের চাল ঝুনাগাছ চাঁপানী ইউনিয়নে (ইউনিয়ন ফেয়ার প্রাইজ ) শুক্রবার সকাল হতে বিক্রি করা হচ্ছিল দুই ডিলারের ৫৪৪ জন করে মোট ১০৮৮ জনের মাঝে। ওই ইউনিয়নের চাঁপানীহাট বাজারে ডিলার ছামিনুর রহমান ও চাঁপানীহাট চত্বরে আতাউর রহমান পচা দুর্গন্ধ এই চাল কার্ডধারীদের মাঝে বিক্রি করছিল। এর মধ্যে ডিলার ছামিনুর রহমানের ৫৪৪ জন কার্ডধারীর ৩৩৬ বস্তার মধ্যে ৭৮ বস্তা ও আতাউর রহমান ৫৪৪ জন কার্ডধারীর ৩৩৬ বস্তার মধ্যে ৯৫ বস্তা পচা দুগর্ন্ধ চাল জোরপূর্বক কার্ডধারীদের কাছে বিক্রি করে। এ ঘটনায় কার্ডধারীরা প্রতিবাদী হয়ে বিক্ষোভ করতে থাকে এবং ডিলার দুজনের ডিলারশিপ বাতিলের দাবি করে। ঘটনা জানতে পেরে চাঁপানী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান বিষয়টি ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করে চাল বিক্রি বন্ধ রাখেন। এরপর ঘটনাস্থলে ছুটে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র রায় ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাচ্ছেল হোসেন। তারা অভিযোগের সত্যতা পেয়ে নি¤œমানের, দুর্গন্ধ চাল বিক্রি বন্ধ করে ডিলার ছামিনুর রহমানের ৫০ কেজি ওজনের ২৪৮ বস্তা ও আতাউর রহমানের ৫০ কেজি ওজনের ২৩১ বস্তা চাল তাদের নিজ নিজ গোডাউনে সিলগালা করেন । যশোরে হামলায় ইউপি সদস্যসহ আহত ৫ স্টাফ রিপোর্টার, যশোর অফিস থেকে জানান, হতদরিদ্রদের মাঝে চাল বিতরণে অনিয়মের অভিযোগ করে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের মেম্বর ওসমান আলীসহ ৫ জন। শুক্রবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন মিয়ার উপস্থিতিতে এ ঘটনা ঘটে। মারাত্মক আহত ওসমান মেম্বর ও সাইদুল ইসলামকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা হলেন সেলিম শেখ নাঈম হোসেন, রানা। আহত ইউপি সদস্য ওসমান আলী জানান, সরকার হতদরিদ্রদের মধ্যে ১০ টাকা মূল্যে চাল বিতরণের কর্মসূচী গ্রহণ করেন। সে অনুযায়ী বাঘুটিয়া ইউনিয়নে ২ হাজার ১শ’ ২২ কার্ড প্রদান করা হয়। কিন্তু ইউপি চেয়ারম্যান বাবুল আক্তার ও কয়েকজন মেম্বর সরকারের নীতিমালা উপেক্ষা করে হতদরিদ্রদের স্থলে সচ্ছল, কতিপয় মেম্বরের নিকট আত্মীয়-স্বজন, ভিজিএফ কার্ডধারী, বয়স্ক ও বিধবা ভাতাভোগী এবং একই পরিবারের সকল সদস্য ও বেনামে কার্ডবিতরণ করেন। ওই ইউনিয়নের কয়েকজন এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা অনিয়মের বিরুদ্ধে যশোরের জেলা প্রসাশক বরাবর গত ১৯ অক্টোবর অভিযোগ করেন। এছাড়াও গত ২৭ অক্টোবর খাদ্যমন্ত্রী বরাবর অভিযোগ করা হয়। তারই প্রেক্ষিতে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন মিয়া শুক্রবার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদে তদন্তে যান। তিনি চেয়ারম্যানসহ সকল মেম্বরদের ইউনিয়ন পরিষদে উপস্থিত থাকতে বলেন। ১১টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে চেয়ারম্যান বাবুল আক্তার কয়েকজন সন্ত্রাসী নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে ওসমান মেম্বরকে বেধড়ক মারপিট শুরু করে।
×