ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মামলা করতে এসে শ্রীঘরে

প্রকাশিত: ০৬:১৮, ২৯ অক্টোবর ২০১৬

মামলা করতে এসে শ্রীঘরে

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২৮ অক্টোবর ॥ সাজাপ্রাপ্ত এক আসামি প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করতে এসে ওসির রুমেই গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় এ ঘটনাটি ঘটেছে পটিয়া থানায়। সাজাপ্রাপ্ত ওই আসামির নাম শেলী ঘোষ (৫০)। তিনি উপজেলার ছনহরা ইউনিয়নের বরিয়া গ্রামের বিনোদ বিহারী ঘোষের পুত্র। জানা গেছে, সাজাপ্রাপ্ত আসামি শেলী ঘোষের সঙ্গে তার প্রতিপক্ষের মধ্যে দীর্ঘদিন মামলা নিয়ে বিরোধ চলে আসছিল। তিন মামলার মধ্যে শেলী ঘোষের বিরুদ্ধে দুটি মামলায় সাজা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে সেমিনার ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যেসব ‘মা-বোন’ নির্যাতিত হয়েছিলেন তাঁদের কেউ কেউ আইনগত বিচার পেলেও এখনও সামাজিক ন্যায়বিচার পাননি অনেকে। আর সেজন্যই বেশির ভাগ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা তাঁদের ত্যাগের কথা প্রকাশ করেন না। এমনকি স্বাধীনতার এত বছর পরও তাঁদের বিশেষ কোন ধরনের প্রণোদনা দেয়ার ব্যবস্থা হয়নি। আর তাই বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের এসব নানান আক্ষেপকে তুলে ধরতে গবেষণা করবেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ড. তুরিন আফরোজ। বৃহস্পতিবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র (সিআরটি) আয়োজিত গবেষণা প্রস্তাবনা সেমিনারে এসব তথ্য জানানো হয়। সেমিনারে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের সদস্য এবং সিআরটির চেয়ারপার্সন অধ্যাপক ড. রফিকুল হুদা চৌধুরী। বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী, বীরাঙ্গনা পুনর্বাসনকারী ও সংগঠক মালেকা খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক শেখ হাফিজুর রহমান কর্জন প্রমুখ। -বিজ্ঞপ্তি বাকৃবিতে ভর্তি পরীক্ষা আজ বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ¯œাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১১টা থেকে ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট ১৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ১২০০ আসনের বিপরীতে মোট ১২,০২৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। আবেদনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে জিপিএর ভিত্তিতে প্রাথমিক বাছাই শেষে উপযুক্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (যঃঃঢ়://ধফসরংংরড়হ.নধঁ.বফঁ.নফ) পাওয়া যাবে। মহা শ্মশান দীপাবলী উৎসব স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনায় নগরীর কাউনিয়া মহাশ্মশানে দুই দিনব্যাপী দীপাবলী উৎসব শুক্রবার শুরু হয়েছে। দীপাবলী উৎসব ঘিরে প্রতি বছরের মতো এবারও মহাশ্মশান এলাকা দেশ-বিদেশের মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে। মোমবাতির আলোয় আলোকোজ্জ্বল হয়ে উঠেছে পুরো শ্মশান এলাকা। এ সময় স্বজনহারারা তাদের প্রিয়জনের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন। বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সভাপতি মানিক মুখার্জী কু-ু জানান, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস কালীপূজার আগের দিন ভূত চতুর্দশী তিথিতে পূজা অর্চনা করলে মৃত ব্যক্তির আত্মা শান্তি লাভ করে।
×