ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দক্ষিণাঞ্চলের একমাত্র সিসমোগ্রাফ ৫ বছর অচল

প্রকাশিত: ০৬:১৮, ২৯ অক্টোবর ২০১৬

দক্ষিণাঞ্চলের একমাত্র সিসমোগ্রাফ ৫ বছর অচল

স্টাফ রিপোর্টার, গলাচিপা থেকে ॥ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ভূমিকম্প পরিমাপক সিসমোগ্রাফ যন্ত্রটি গত পাঁচ বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে। এটি চালুর কোন উদ্যোগ নেয়া হচ্ছে না। দক্ষিণাঞ্চলে ভূমিকম্পের মাত্রা নির্ণয়কারী একমাত্র যন্ত্রটি এভাবে অচল পড়ে থাকায় জানা যাচ্ছে না এ অঞ্চলের ভূমিকম্পের সঠিক মাত্রা। সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরাও এর দ্বারা কোন ধরনের বাস্তব জ্ঞান অর্জন করতে পারছে না। জানা গেছে, যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের সম্পাদিত একটি চুক্তির আওতায় দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে এবং দুটি জেলা শহরে স্থায়ীভাবে এ সিসমোগ্রাফ যন্ত্র স্থাপন করা হয়। বাংলাদেশের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন ঢাবির ভূ-তত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। চুক্তির আওতায় অনুদান হিসেবে পাওয়া একটি সিসমোগ্রাফ যন্ত্র ২০০৩ সালে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপন করা হয়। পরে ২০১১ সালে পর্যায়ক্রমে খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এবং কাপ্তাইয়ে স্থাপন করা হয়। সূত্র জানায়, যন্ত্রটি স্থাপিত হওয়ার পর দুটি ভূমিকম্পের মাত্রা নির্ণয় করা সম্ভব হয়। কিন্তু পরে যন্ত্রটিতে কারিগরি সমস্যা দেখা দিলে একাডেমিক ভবনে আন্ডারগ্রাউন্ড চেম্বারের সঙ্গে ইন্টারনেটের পূর্ণাঙ্গ সংযোগসহ ভূ-কম্পন পরিমাপক যন্ত্রটি চালু করা হয়। কিন্তু চালুর এক বছর না যেতেই যন্ত্রটি আবার নষ্ট হয়ে যায়। এরপর থেকে এটি আর চালু করা হয়নি।
×