ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

প্রকাশিত: ০৬:১৭, ২৯ অক্টোবর ২০১৬

রাবির ‘ডি’ ইউনিটের  ফল প্রকাশ

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘ডি’ ইউনিটভুক্ত ব্যবসায় শিক্ষা অনুষদের ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। প্রাথমিকভাবে ৫২০টি আসনের বিপরীতে ৮৯১ জনকে সাক্ষাতকারের জন্য ডাকা হয়েছে। আগামী ১৫ নবেম্বর সকাল সাড়ে ১০টায় সাক্ষাতকার শুরু হবে। ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতকারদাতাদের আগামী ১২ নবেম্বরের মধ্যে বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। সাক্ষাতকারের সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল মার্কশীট, মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখতে হবে। এছাড়া পরীক্ষার হলে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্রটিও আনতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাক্ষাতকার গ্রহণের পর ভর্তিচ্ছুদের চূড়ান্ত তালিকা ও অপেক্ষমাণ তালিকা ১৭ নবেম্বর অনুষদের নোটিস বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (িি.িৎঁ.ধপ.নফ) প্রকাশ করা হবে।
×