ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কলাপাড়া-কুয়াকাটায় মাদকের আগ্রাসন

প্রকাশিত: ০৬:১৭, ২৯ অক্টোবর ২০১৬

কলাপাড়া-কুয়াকাটায় মাদকের আগ্রাসন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৮ অক্টোবর ॥ কলাপাড়া-কুয়াকাটায় ইয়াবা-গাঁজার আগ্রাসন ঠেকাতে পুলিশ প্রশাসন যখন মাঠে নেমেছে ঠিক সেই মুহূর্তে খোদ মহিপুর থানার বকশি কনস্টেবল মাহমুদুল হাসান ইয়াবাসহ ঢাকার তেজগাঁও থানা পুলিশের হাতে বৃহস্পতিবার গ্রেফতার হয়েছে। উপজেলার প্রতিটি আইনশৃঙ্খলা কমিটির সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসা বন্ধে ব্যাপক আলোচনা ও সুপারিশ করে যাচ্ছেন। পুলিশও অভিযানের মাত্রা বাড়িয়েছে। গ্রেফতার করছে বিক্রেতাদের। জব্দ করছে ইয়াবা-গাঁজা। কিন্তু মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থাকায় মাদকের আগ্রাসন থামছে না। ঠিক সেই মুহূর্তে পুলিশের ইয়াবাসহ আটকে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কলাপাড়া ও মহিপুর থানা পুলিশ সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে অন্তত ১৯ জনকে ইয়াবা-গাঁজা-মদসহ গ্রেফতার করেছে। কিন্তু বিক্রি থামছে না। আড়ালে-আবডালে আবার কখনও প্রকাশ্যে চলছে এ মাদক বেচাকেনা। ইয়াবা-গাঁজা বিক্রির ভাগ-বাটোয়ারা নিয়ে সম্প্রতি কলাপাড়া পৌর শহরের সরকার সমর্থক সন্ত্রাসীরা সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইয়াবা-গাঁজার সবচেয়ে রমরমা বেচাকেনা চলছে মহিপুর-আলীপুর মৎস্যবন্দর এবং পর্যটন কেন্দ্র কুয়াকাটায়। কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজ জানান, কলাপাড়ায় মাদক বেচাকেনা নির্মূলে ব্যাপক পুলিশী অভিযানের পাশাপাশি সামাজিকভাবে সচেতনতামূলক সভাও করছে। প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানগণকে মাদক বিক্রেতার সঙ্গে জড়িতদের তালিকা গোপনে দেয়ার জন্য বলা হয়েছে। আলীপুরের এক রোহিঙ্গা পরিবারের বিরুদ্ধে ইয়াবাসহ গাঁজা বিক্রির অভিযোগ রয়েছে। বর্তমানে ইয়াবাসহ মাদকের আগ্রাসনে স্কুল-কলেজের শিক্ষার্থীর অভিভাবকরা চরম উৎকণ্ঠায় রয়েছেন।
×