ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাতা দেখতে না দেয়ায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ছুরিকাঘাত

প্রকাশিত: ০৬:১৬, ২৯ অক্টোবর ২০১৬

খাতা দেখতে না দেয়ায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ছুরিকাঘাত

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২৮ অক্টোবর ॥ পরীক্ষার খাতা দেখতে না দেয়ায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রকে ছুরিকাঘাত করেছে একই শ্রেণীর অপর এক ছাত্র। আহত ওই ছাত্রকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটেছে শহরের সাহাপাড়ায় উপজেলা চেয়ারম্যানের বাড়ির পাশে। আহত হৃদয় জানায়, মধুশিক্ষা নিকেতন কেন্দ্রে পিইসির মডেল টেস্ট পরীক্ষা শুরু হওয়ার দিন থেকেই তার পেছনের সিটে বসা সাবদিয়া বাজিতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবদিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোজাহিদ খাতা দেখাতে বলে। পেছন দিক থেকে তার জামা টেনে ধরে খাতা দেখে লেখার চেষ্টা করে। খাতা না দেখানোর কারণে বৃহস্পতিবার পরীক্ষা শেষে মোজাহিদ তাকে সাহাপাড়ার ভেতর ডেকে নিয়ে চাকু দেখিয়ে বলে আজ শেষ করে ফেলব। এ সময় হৃদয় ছুটে পালানোর চেষ্টা করলে পেছন দিক থেকে হৃদয়ের ঘাড়ের নিচে চাকু দিয়ে আঘাত করে। তাকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ডাক্তার শেখ আবু শাহীন জানান, সেলাই দিতে হয়েছে। আপাতত সে আশঙ্কামুক্ত।
×