ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অসুস্থ নববধূকে চিকিৎসার নামে যৌন হয়রানি

প্রকাশিত: ০৬:১৫, ২৯ অক্টোবর ২০১৬

অসুস্থ নববধূকে চিকিৎসার নামে যৌন হয়রানি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জ্বরে আক্রান্ত অসুস্থ নববধূ শাশুড়ির সঙ্গে পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে এসে ডাক্তারের কক্ষে বসে যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য একটি মহল মোটা অংকের টাকার বিনিময়ে সালিশ বৈঠকের মিথ্যে অপপ্রচার শুরু করেছেন। ঘটনার পর গত দশ দিন ধরে অভিযুক্ত পল্লী চিকিৎসক নিজ এলাকা ছেড়ে আত্মগোপন করেছেন। ঘটনাটি গৌরনদী উপজেলার বার্থী বাজারের। শুক্রবার সকালে বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামের নির্যাতিতা ওই নববধূ সাংবাদিকদের জানান, তিনি জ্বরে আক্রান্ত হওয়ার পর তার শাশুড়ি সেতারা বেগম গত ১৯ অক্টোবর তাকে পল্লী চিকিৎসক আশ্রাফুল ইসলাম অসির বার্থী বাজারের চেম্বারে নিয়ে যান। ওই চিকিৎসক তার শাশুড়িকে চেম্বারের সামনে বসিয়ে তাকে পেছনের কক্ষে নিয়ে দরজা বন্ধ করে চিকিৎসার নামে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে শাশুড়ি সেতারা বেগমসহ স্থানীয়রা এগিয়ে এলে ডাক্তার অসি পেছনের দরজা খুলে পালিয়ে যায়। ওই নববধূর ননদ বকুল বেগম অভিযোগ করেন, ঘটনার পর থেকে বার্থী গ্রামের সেকান্দার ফকিরের পুত্র সুমন ও তার সহযোগীরা পল্লী চিকিৎসক অসির পক্ষাবলম্বন করে তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকি প্রদর্শন করে।
×