ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আফ্রিদিকে ছেঁটে ফেলল পাকিস্তান

প্রকাশিত: ০৬:১২, ২৯ অক্টোবর ২০১৬

আফ্রিদিকে ছেঁটে ফেলল পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক ক্রিকেটে শহীদ আফ্রিদির অধ্যায় কার্যত শেষ হয়ে গেল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ২০১৬-২০১৭ কেন্দ্রীয় চুক্তির ‘সি’ ক্যাটাগারিতেও জায়গা হয়নি সাবেক এই অধিনায়কের। ছেঁটে ফেলা হয়েছে আরেক তারকা সাঈদ আজমলকেও। যিনি দু’দিন আগেও জাতীয় দলে ফিরতে আকুল আবেদন জানিয়েছিলেন। আফ্রিদিকে কি আর কখানও ক্রিকেটে দেখা যাবে? প্রশ্নটা গত কয়েক মাস ধরেই ঘুরপাক খাচ্ছিল। অধিনায়ক হিসেবেই ছিলেন এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপে। সেখানে ব্যর্থতার পর নাটকীয়তা কম হয়নি। স্বেচ্ছায় নেতৃত্ব ছেড়েছেন। তবে অবসরের বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি। বর্তমান পরিস্থিতি যা, তাতে ৩৬ বছর বয়সী তুখোড় তারকার ফেরার সম্ভাবনা প্রায় শেষই বলা যায়। টি২০ বিশ্বকাপের পর ইংল্যান্ড সফর করেছে পাকিস্তান। শেষ হয়েছে আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সংক্ষিপ্ত ফরমেটের খেলা। কিন্তু নতুন প্রধান নির্বাচক ইনজামাম-উল হক আফ্রিদিকে বিবেচনা করেননি। শোনা গিয়েছিল, তাকে একটি ‘ফেয়ারওয়েল’ ম্যাচ দেয়া হবে, পিসিবি থেকে সেটিও নাকচ করা হয়! গতবার কেন্দ্রীয় চুক্তির ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন, এবার ‘সি’তেও জায়াগা হয়নি! সুতরাং ধরেই নেয়া যায় পাকিস্তান ক্রিকেটে আফ্রিদি অধ্যায় কার্যত শেষ। অন্যদিকে এ্যাকশন সংশোধনের পর জাতীয় দলে ফিরলেও অফ-ফর্মের জন্য চুক্তি থেকে বাদ পড়েছেন ৩৯ বছর বয়সী আজমল। বাংলাদেশ সফরের পর থেকে যিনি দলে জায়গা হারিয়েছেন। চার ক্যাটাগরিতে মোট ৩০ ক্রিকেটার নিয়ে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে পিসিবি। ‘এ’ ক্যাটাগরিতে আছেন টেস্ট অধিনায়ক মিসবাহ-উল হক, ওয়ানডে অধিনায়ক আজহার আলী ও টি২০ অধিনায়ক সরফরাজ আহমেদ। ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উঠে এসেছেন লেগস্পিনার ইয়াসির শাহ। এ বছর ৬ টেস্টে ৩৬ উইকেট শিকারের পুরস্কার পেয়েছেন তিনি। ‘এ’ ক্যাটাগরির অপর চারজন হলেন অভিজ্ঞ ইউনুস খান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক ও ওয়াহাব রিয়াজ।
×