ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ফরিদগঞ্জ পৌরবাসী

প্রকাশিত: ০৬:১০, ২৯ অক্টোবর ২০১৬

নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ফরিদগঞ্জ পৌরবাসী

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর ॥ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌরসভা ‘গ’ থেকে ‘খ’ শ্রেণীতে উন্নতি হলেও উন্নয়নমূলক কাজে পিছিয়ে রয়েছে অধিকাংশ ক্ষেত্রে। দীর্ঘ ১১ বছরেও ন্যূনতম সুবিধা থেকে বঞ্চিত পৌরবাসী। এখনও বিদ্যুত সংযোগ পায়নি পৌর এলাকার ২শ’ পরিবার। বিশুদ্ধ পানি আর সড়কের বেহাল দশায় জনজীবন অনেকটা দুর্বিষহ হয়ে উঠেছে। বিগত বছরে দায়িত্বে থাকা মেয়র কিছু উন্নয়ন কাজ করলেও তা দৃশ্যমান নয়। সম্প্রতি পৌরবাসীর সাথে আলাপ করে এসব তথ্য পাওয়া যায়। ফরিদগঞ্জ পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১ সেপ্টেম্বর ফরিদগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে। এরপর থেকে পৌর প্রশাসক ও পৌর মেয়র হিসেবে ১০ বছর দায়িত্ব পালন করেছেন মঞ্জিল হোসেন। চলতি বছর ১৬ ফেব্রুয়ারি নতুন মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেছেন মেয়র মাহফুজুল হক। তিনি পৌরসভাকে ‘গ’ শ্রেণী থেকে ‘খ’ শ্রেণীতে উন্নীত করেছেন। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোন উন্নয়ন কাজ করতে পারেননি। পানি উন্নয়ন বোর্ডের পুরাতন ভবন ভাড়া নিয়ে পৌরসভা কার্যালয় ও অন্যান্য কার্যক্রম চালানো হচ্ছে। ১৯.৭৫ বর্গকিলোমিটার আয়তনের এ পৌরসভার অধিকাংশ সড়ক চলাচলের অনুপযোগী। ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাছুম তালুকদার জানান, যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে ব্যবসায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলে সড়কগুলোতে পানি জমে এবং চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এর মধ্যে ২নং ওয়ার্ডের কেরোয়া ও মিরপুর সড়কের অবস্থা একেবারেই নাজুক। ব্যবসায়ী আমির হোসেন জানান, ফরিদগঞ্জ উপজেলার একমাত্র বাজার এই পৌর এলাকায়। বাজারের শত শত ব্যবসায়ী ময়লা আবর্জনা ফেলার কোন ব্যবস্থা না থাকায় সড়ক, পুকুর ও ডাকাতিয়া নদীতে ময়লা আবর্জনার স্তূপ করছে। আর এ ময়লা আবর্জনা পরিবেশ দূষণসহ নানা রোগ জীবাণু ছড়াচ্ছে। পৌর এলাকার ২নং ওয়ার্ডের বাসিন্দা আনিসুর রহমান জানান, ২নং ওয়ার্ডের কেরোয়া চর এলাকায় ২শ’ পরিবারে বিদ্যুত সংযোগ নেই। এ পর্যন্ত বিদ্যুত সংযোগ দেয়ার কথা বলে অনেক দালাল চক্রই গ্রাহকের কাছ থেকে টাকা নিয়েছেন। এছাড়াও পৌরসভার নিজস্ব কোন সম্পত্তি না থাকায় এখন পর্যন্ত বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত প্রায় ৪০ হাজার পৌরবাসী। ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মাহফুজুল হক জানান, পৌরসভা প্রতিষ্ঠার পর পরিকল্পিতভাবে কোন উন্নয়ন কাজ না হওয়ার কারণে পৌরবাসী সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত। নতুনভাবে দায়িত্ব নেয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহযোগিতায় পৌরসভার সড়কগুলো সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে কিছু সংস্কার কাজ শুরু হয়েছে। বাকি বিশুদ্ধ পানি, বিদ্যুত সংযোগ ও ডাস্টবিন তৈরির জন্য পদক্ষেপ নেয়া হবে। পৌরবাসী সঠিকভাবে কর প্রদান করলে এসব সমস্যা পর্যায়ক্রমে সরকারের সহায়তায় এগিয়ে নেয়া যাবে।
×