ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৬ বছরে ক্ষতি প্রায় ৪০ কোটি টাকা বড় ধরনের অগ্নিকাণ্ডে পানির উৎস পাওয়া যায় না

বগুড়ায় ফায়ার সার্ভিসের অনুমতি না নিয়েই শতাধিক পুকুর ভরাট

প্রকাশিত: ০৬:১০, ২৯ অক্টোবর ২০১৬

বগুড়ায় ফায়ার সার্ভিসের অনুমতি না নিয়েই শতাধিক পুকুর ভরাট

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়া নগরীতে গত তিন যুগে শতাধিক পুকুর ভরাট হয়েছে। প্রভাবশালী ব্যক্তিরা রেলের ও পৌরসভার পুকুরগুলো ভরাট করে বহুতল ভবন গড়ে তুলেছে। পুকুর ভরাট হওয়ায় অগ্নিনির্বাপণে জলের আধার কমে গেছে। বড় ধরনের অগ্নিকা-ে ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ির পানি শেষ হয়ে গেলে নিকটে কোন পানির উৎস না থাকায় আগুন নেভাতে দেরি হয় ও ক্ষতির পরিমাণ বেড়ে যায়। শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদী এখন শুকনো প্রায় মরা নদীতে পরিণত। ফায়ার সার্ভিস সূত্রের খবরÑ গত ৬ বছরে শুধু বগুড়া নগরীতেই এক হাজারেরও বেশি অগ্নিকা-ে অন্তত ৪০ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। কথা ছিল শহরের বাণিজ্যিক এলাকা এবং বহুতল ভবনের আবাসিক এলাকায় ওয়াটার হাইড্রেন্ট বা ভূগর্ভে জলাধার নির্মিত হবে। ফায়ার সার্ভিস জেলা সমন্বয় কমিটির সভায় দফায় দফায় এ জলাধার নির্মাণের সুপারিশ করার পরও কোন কাজ হয়নি। জলাধার নির্মাণের ব্যয় কে নির্বাহ করবে এ নিয়ে সৃষ্ট জটিলতা কাটছে না। ফলে বড় ধরনের অগ্নিকা-ে দ্রুত আগুন নেভানোর কোন ব্যবস্থাই গড়ে উঠছে না। বগুড়া নগরীতে মার্কেট ও আধুনিক মার্কেটগুলো এবং শহরের সরু ফিডার রোডের দুই ধারে এমনভাবে বহুতল ভবন গড়ে উঠেছে দেখে মনে হবে ঘিঞ্জি এলাকা। এসব এলাকায় আগুন লাগলে ফায়ার সার্ভিসকে এই সরু পথ ধরে প্রবেশ করতে অসুবিধায় পড়তে হয়। বগুড়া নগরীতে বর্তমানে পুকুর রয়েছে হাতে গোনা কয়েকটিÑ এ্যাডওয়ার্ড পার্কের ভিতরে, সূত্রাপুর সাতানী মসজিদের সামনে, ঝাউতলা রোডের ভিতরে ও মালগ্রামে। সরকারী আজিুজল হক কলেজের নতুন ভবনের সামনের একটি লেক ভরাট করা হয়েছে। ছোট একটি লেক আছে। বগুড়া রেলস্টেশনের পশ্চিমে রেলের জায়গার অনেক বড় একটি পুকুর প্রভাবশালীরা দখল করে ভরাট করেছে। খোঁজখবর করে জানা যায়, রেলের এই ভূমির ওপর বহুকাল আগের এ পুকুর ভরাট করা হয়েছে রেলের কোন অনুমতি ছাড়া। সাতানী বাড়ির পেছনের পুকুরটি ভরাট করে সেখানে এ্যামিউজমেন্ট পার্ক গড়ে তোলা হয়েছে। সূত্র জানায়, নগরীর কোন পুকুর ভরাট করতে ফায়ার সার্ভিসের অনুমতির প্রয়োজন। কোন পুকুর ভরাটে এ অনুমোদন নেয়া হয়নি। বগুড়া শহরের নিউমার্কেটের ভিতরের পুকুরটি কয়েক বছর আগে ভরাট করে সেখানে বহুতল মার্কেট গড়ে তোলা হয়েছে। এই নিউমার্কেটে এ বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহে রাতে ভয়াবহ অগ্নিকা-ে কয়েক কোটি থাকার ক্ষতি হয়। এই আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে উপরিভাগের পানির উৎস খুঁজে পেতে কঠিন সমস্যায় পড়তে হয়। আগুন নেভাতেও অনেকটা সময় লাগে। প্রায় সাত বছর আগে শহরের বাণিজ্যিক এলাকা ও মার্কেটগুলোতে অবস্থান বুঝে ভূগর্ভে ১শ’ বর্গফুট করে জলাধার নির্মাণের প্রস্তাব দেয়া হয়। যাতে ওই সব এলাকা ছাড়াও আশপাশের এলাকাগুলোতে আগুন লাগলে এ জলাধারের পানি ব্যবহার করা যায়। সুপারিশ দেয়ার পর প্রশ্ন উঠেছে কে নির্মাণ করবে ভূগর্ভের এই জলাধার। ব্যবসায়ীরা ভূগর্ভে জলাধার নির্মাণে ঐকমত্য হলেও আর্থিক ব্যয় বরাদ্দে তারা রাজি নয়। তারা সরকারকেই নির্মাণ করতে বলেছে।
×