ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কড়াইল বস্তি থেকে নৌকা পারাপার বন্ধ করে দেয়ায় বিপাকে লাখো মানুষ

প্রকাশিত: ০৬:০৯, ২৯ অক্টোবর ২০১৬

কড়াইল বস্তি থেকে নৌকা পারাপার বন্ধ করে দেয়ায় বিপাকে  লাখো মানুষ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কড়াইল বস্তি থেকে গুলশান-বনানী পারাপারের নৌকা বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছে সেখানকার লাখো মানুষ। বেকার হয়ে পড়েছে শতাধিক মাঝি, ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া। তাই অবিলম্বে পারাপারের চারটি খেয়াঘাট খুলে দেয়ার দাবি তাদের। নিরাপত্তার কথা বলে এ পথে নৌ চলাচল বন্ধ করে দেয়া হলেও বিকল্পভাবে পারাপার নিরাপত্তার বিষয়টি করছে প্রশ্নবিদ্ধ। বইঠা নেই মাঝির হাতে, প্রায় দেড় মাস ধরে তাই বেকার বসে থাকা। চরম অনিশ্চয়তায় দিন পার করছে প্রায় শতাধিক পরিবার। রাজধানীর কড়াইল বস্তি থেকে গুলশান-বনানী যেতে খেয়া পারাপারের মাঝিদের কথা। নিরাপত্তা ইস্যুতে গত মাসে হঠাৎ করেই বন্ধ করে দেয়া হয় চারটি ঘাট। শুধু মাঝিরাই নয় কড়াইল বস্তিতে বসবাসরত প্রায় ৫০ হাজার পরিবারের অধিকাংশরাই যাতায়েতে মূল ভরসা নৌপথে। কারণ মহাখালী হয়ে বিকল্প পথে যেতে পাড়ি দিতে হয় দুই-তিন কিলোমিটার অতিরিক্ত পথ। গুনতে হয় অন্তত দশগুণ অর্থ। স্বভাবতই বিপাকে পড়েছে এখানকার কয়েক লাখ মানুষ। এরমধ্যে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে স্কুলগামী শিক্ষার্থী আর রোগীদের। এদিকে নৌকা চলাচল বন্ধ করলেও বিকল্পভাবে অনেকটা ঝুঁকি নিয়েই ভেলার মাধ্যমে পারাপার হচ্ছেন অনেকেই। আর এসব বিষয়ে মন্তব্য জানতে চাইলে নিরাপত্তা ইস্যুতে খেয়া পারাপার বন্ধ করা হয়েছে বলে জানালেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। কড়াইল থেকে চারটি ঘাটে প্রায় একশ’ নৌকা চলাচল করত। হলি আর্টিজেন ট্র্যাজেডির পর অনেকটাই পরিবর্তন এসেছে গুলশান বনানী এলাকার দৃশ্যপটে। নিরাপত্তা জোরদারের পাশাপাশি রাজপথে নামানো হয়েছে ঢাকার চাকা। সেই সঙ্গে চলছে বিশেষ রিক্সা। তেমনি এসব ঘাট পুরোপুরি বন্ধ না করে দিয়ে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বিশেষ কোন পদ্ধতিতে আবার চালুর দাবি এলাকাবাসীর।
×