ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীর ঝুঁকিপূর্ণ ৩২১ ভবন ভাঙ্গা নিয়ে সংশয়

প্রকাশিত: ০৬:০৯, ২৯ অক্টোবর ২০১৬

রাজধানীর ঝুঁকিপূর্ণ ৩২১ ভবন ভাঙ্গা  নিয়ে সংশয়

স্টাফ রিপোর্টার ॥ ডিসেম্বরের মধ্যে রাজধানীর ঝুঁকিপূর্ণ ৩২১টি ভবন ভাঙ্গা হবে কি না তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। অধিকাংশ ভবনের দেয়ালে দেখা মেলেনি ঝুঁকিপূর্ণ লিখা সম্বলিত সাইনবোর্ড। ঢাকায় ৪০ শতাংশের অধিক ভবন বিপজ্জনক হলেও মাত্র কয়েকশ ভবনকে চিহ্নিত করা অযৌক্তিক বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদদের। রাজধানীর চকবাজারে ২০১০ সালে নির্মিত একটি ভবন। দেড় বছরের মাথায় সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিস থেকে পাঠানো চিঠিতে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করায় হতভম্বিত হয় ভবনের মালিক। এরপর রাজউকের ছাড়পত্রসহ ভবন নির্মাণের প্রয়োজনীয় সব কাগজ দেখে সিটি কর্পোরেশন কয়েক বছর জন্য থামে। চলতি বছরের মাঝা-মাঝিতে ৩২১ টি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় পড়া ভবনটিকে ভাঙ্গার নির্দেশে ভোগান্তির শেষ সীমায় পৌঁছে ভবন মালিক। তালিকায় নাম থাকলেও কোন ধরনের নোটিস পায়নি বলে দাবি কোন কোন ভবন মালিকের। কেউ কেউ ভবন ভাঙ্গার কথা মাথায় নিলেও সমঝোতার রাস্তায় হাঁটছেন অধিকাংশরা। বুয়েটের জরিপে রাজধানীর ৪২ শতাংশ ভবনকে বিপজ্জনক বলা হলেও মাত্র কয়েকশ ভবনকে চিহ্নিত করা অযৌক্তিক বলে মত নগর পরিকল্পনাবিদদের। ডিসেম্বরের মধ্যেই ভবন ভাঙ্গার কড়া হুঁশিয়ারি দেয়া হলেও এখনও সিটি কর্পোরেশন ভাবছে ভবনগুলো পুনরায় পরীক্ষা করার কথা। মোহাম্মদপুরে জাকির হোসেন রোডের ডান পাশের ভবনটি ভেঙে চুরে ক্ষয়ে গেলেও তালিকায় পড়েছে পেছনের ভবনটি। রাজউক ও সিটি কর্পোরেশনের টানাপোড়নে দীর্ঘ ৬ বছরেও শুরু হয়নি ভবন ভাঙ্গার কাজ। আগামী ডিসেম্বরে বেঁধে দেয়া সময়ের মধ্যে তা সম্ভব হবে কি না তা নিয়ে সংশয় নগর পরিকল্পনাবিদরা।
×