ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ গ্রাম থিয়েটারের বিভাগীয় আয়োজন

প্রকাশিত: ০৬:০৪, ২৯ অক্টোবর ২০১৬

বাংলাদেশ গ্রাম থিয়েটারের বিভাগীয় আয়োজন

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে তিন দিনব্যাপী বিভাগীয় নাট্যকর্মশালা এবং সাংগঠনিক আলোচনা আজ শেষ হচ্ছে। গত ২৭ অক্টোবর থেকে মৌলভীবাজারে তিন দিনব্যাপী সিলেট বিভাগীয় নাট্যকর্মশালা শুরু হয়। ওই দিন নাট্যকর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না। উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের অন্যতম সংগঠন মৌলভীবাজারের জীবনচক্র নাট্যদলের সভাপতি আনোয়ার হোসেন দুলাল। প্রধান অতিথির রবক্তব্য রাখেন মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারতের প্রখ্যাত নাট্যসংগঠক, নাট্যনির্দেশক, নাট্যপ্রশিক্ষক ও অভিনেতা কবির গুহ। নাট্যকর্মশালার প্রধান প্রশিক্ষক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি ম-লীর সদস্য ড. লুৎফর রহমান লেবু। আয়োজনের ধারাবাহিকতায় আগামীকাল কুমিল্লা এবং চট্টগ্রামে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কুমিল্লায় অধুনা থিয়েটার এবং চট্টগ্রামে কর্ণফুলী থিয়েটরে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী বিভাগীয় নাট্যকর্মশালায় প্রশিক্ষক এবং সাংগঠনিক আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সম্মানিত সভাপতি নাসির উদ্দিন ইউসূফ বাচ্চু, সভাপতি ম-লীর সদস্য অধ্যাপক ড. লুৎফর রহমান লেবু, সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, সাংগঠনিক সম্পাদক সাঈদ রিংকু এবং কার্যনির্বাহী সদস্য শিমুল ইউসূফ। নাট্যকর্মশালা এবং সাংগঠনিক সভার সার্বিক তত্ত্বাবধানে আছেন সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ডিসেম্বরে বাংলাদেশ গ্রাম থিয়েটারের সিলেট বিভাগীয় নাট্যোৎসবের প্রস্তুতি স্বরূপ এ কর্মশালার আয়োজন করা হয়েছে। নাট্যকর্মশালায় সিলেট বিভাগের ১৫ সংগঠনের ৩০ নাট্যকর্মী অংশ নিচ্ছেন।
×