ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাদাগাস্কারে ১৫ লাখ মানুষ খাদ্য সঙ্কটে ॥ জাতিসংঘ

প্রকাশিত: ০৬:০২, ২৯ অক্টোবর ২০১৬

মাদাগাস্কারে ১৫ লাখ  মানুষ খাদ্য সঙ্কটে ॥ জাতিসংঘ

মাদাগাস্কারের দক্ষিণাঞ্চলের প্রায় ১৫ লাখ মানুষ খরার কারণে ক্ষুধার্ত অবস্থায় দিনযাপন করছে বলে জানিয়েছে জাতিসংঘ। দেশটির প্রধান খাদ্য উৎপাদন কমে গেছে। ফলশ্রুতিতে খাদ্যপণ্যের দাম বেড়ে গেছে। খবর বিবিসির। ওই অঞ্চলের মানুষ জীবনধারণের জন্য শস্যের বীজ খাদ্য হিসেবে গ্রহণ করছে, গবাদিপশু-প্রাণী বিক্রি করে দিচ্ছে। খাদ্যের অনিরাপত্তার কারণেই অর্ধেকের বেশি গবাদিপশু ও প্রাণী বিক্রি করে দিতে হয়েছে। এর অর্থ ওই অঞ্চলের মানুষের জরুরী মানবিক সহায়তা প্রয়োজন বলে বিবেচনা করছে জাতিসংঘ। এল নিনোর প্রভাবে অঞ্চলটিতে মারাত্মক খরা দেখা দিয়েছে। এ কারণেই পরিস্থিতির এত অবনতি হয়েছে।
×