ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফিলিপিন্সে মাদক বিরোধী অভিযানে মেয়রসহ নিহত ১০

প্রকাশিত: ০৬:০২, ২৯ অক্টোবর ২০১৬

ফিলিপিন্সে মাদক বিরোধী অভিযানে মেয়রসহ নিহত ১০

ফিলিপিন্সের নর্থ কোটাবাটো প্রদেশের মাকিলালা শহরে শুক্রবার এক মাদকবিরোধী অভিযানে পুলিশের গুলিতে শহরটির মেয়র ও অপর ৯ ব্যক্তি নিহত হয়েছেন। দুই মাস আগে দেশটিতে মাদকবিরোধী অভিযান শুরু হয়। খবর ইয়াহু নিউজের। মাদকবিরোধী অভিযানের প্রাক্কালে দেশটির প্রেসিডেন্ট রডরিগো দুতের্তে ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় মাগুইনদানো প্রদেশের মেয়র সামসুদিন দিমাউকোম ও ১৫০ জনের বেশি কর্মকর্তার নাম জারি করেন। নাম জারি করার পর মেয়র তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি সংবাদমাধ্যমকে জানান, তিনি নিজেও অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছেন। পুলিশের সুপারিনটেনডেন্ট বানার্ড টাইওং বলেন, দিমাউকোম ও অপর ৯ জনকে একটি ভ্যান ও এসইউভি কর্মকর্তারা গুলি করে হত্যা করে। ঘটনাস্থল থেকে পুলিশ এম১৬ রাইফেল, চারটি পিস্তল, ১২টি শটগান ও ১৩ প্যাকেট মাদক পায়।
×