ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাতিকে অশুভ শক্তির কবল থেকে মুক্ত রাখতে একসঙ্গে কাজ করুন ॥ রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৫:৫৯, ২৯ অক্টোবর ২০১৬

জাতিকে অশুভ শক্তির  কবল থেকে মুক্ত রাখতে একসঙ্গে কাজ করুন ॥ রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আবদুল হামিদ অশুভ শক্তির কবল থেকে জাতিকে মুক্ত রাখতে এক সঙ্গে কাজ করার জন্য সকল ধর্মের লোকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সাম্প্রদায়িকতা, জঙ্গীবাদ এবং অসহিঞ্চুতা পরিহার করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে হবে। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রতিটি ধর্মীয় উৎসব এখানে উদযাপিত হয় উৎসবমুখর পরিবেশে। বিভিন্ন ধর্মের লোক এখানে শান্তিপূর্ণ পরিবেশে এবং সম্প্রদায়িক ও আন্তরিকতার ঐতিহ্য বজায় রেখে এক সঙ্গে বসবাস করে একটি ঐতিহ্য সৃষ্টি করেছে। রাষ্ট্রপতি শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত বিজয়া সম্মিলনীতে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। খবর বাসসর। রাষ্ট্রপতি বলেন, সকল ধর্ম মানবতার বিজয়কে সকল অশুভ শক্তির ওপরে ঘোষণা দিয়েছে। বিভিন্ন ধর্ম পালনের ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে, কিন্তু সকল ধর্মের মূলমন্ত্র এক ও অভিন্ন।
×