ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টানা ১০ মাস আকাশে

প্রকাশিত: ০৫:৪০, ২৯ অক্টোবর ২০১৬

টানা ১০ মাস আকাশে

ইউরোপের অত্যন্ত পরিচিত পাখি কমন সুইফট বার্ড। এটি দেখতে অনেকটা আমাদের দেশের ফিঙে পাখির মতো। ক্ষিপ্রগতির জন্য এই পাখিটির খ্যাতি রয়েছে। কিন্তু সম্প্রতি এক গবেষণায় দেখা যাচ্ছে বছরে পাক্কা ১০ মাস এই পাখি আকাশে উড়তে পারে। এখন প্রশ্ন আসতে পারে তাহলে কমন সুইফট বার্ড কিভাবে ঘুমায়। গবেষকরা দেখেছেন এটি উষ্ণ বাতাসের প্রবাহে উড়ে নিজের শক্তি সঞ্চয় করে এবং খুব উঁচু থেকে ধীরে ধীরে নিচে নামার সময় হাল্কা ঘুমিয়ে নেয়। এমনকি উড়ন্ত অবস্থায়ই সঙ্গীর সঙ্গে মিলিত হয় এই পাখিরা। সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ১৯টি সুইফট কমন বার্ডের ওপর এই গবেষণা চালান। গবেষণায় দেখা গেছে, পাখিগুলো একটানা ১০ মাস মাটি স্পর্শ করেনি। তবে খারাপ আবহাওয়া হলে এই পাখিগুলো মাটিতে নামে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, অন্যান্য পাখি দীর্ঘ সময় ধরে আকাশে উড়লেও এই কমন সুইফট পাখিগুলো নতুন রেকর্ড তৈরি করেছে। এখন পর্যন্ত দীর্ঘ সময় যাবত আকাশে ওড়ার রেকর্ডটি ছিল এ্যালপাইন সুইফট পাখির দখলে। এই পাখিগুলো একটানা ছয় মাস আকাশে উড়তে পারে। তবে এই রেকর্ডটি বর্তমানে কমন সুইফট পাখির দখলে চলে গেল। বিশেষজ্ঞরা জানান, এটি খুবই বিস্ময়কর ব্যাপার যে পাখিগুলো ১০ মাস আকাশে উড়ন্ত অবস্থায় থাকে মাটি স্পর্শ করার কোন প্রকার প্রয়োজন ছাড়াই। বেশিরভাগ সময় ওড়ার পেছনে শক্তি ব্যবহার করার ফলে পাখিদের আয়ু কমে আসে। কিন্তু এই পাখিগুলোর ক্ষেত্রে একথা পুরোপুরি সত্য নয়। কারণ এই পাখিগুলো প্রায় ২০ বছর বেঁচে থাকে। নিউইয়র্ক টাইমস অবলম্বনে।
×