ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিগবাজির রেকর্ড

প্রকাশিত: ০৫:৪০, ২৯ অক্টোবর ২০১৬

ডিগবাজির রেকর্ড

ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুর মেয়ে দীক্ষা গিরিশ। বয়স মাত্র আট বছর। হঠাৎ তার নামটি আলোচনায় আসার কারণ হলো এক ঘণ্টায় ২ হাজার ৭৮৭টি ডিগবাজি দিয়ে অতীতের রেকর্ড ভেঙ্গে গিনেস বুকে নিজের নাম লিখিয়েছে মেয়েটি। এর আগে ২০০৭ সালে মার্কিন নাগরিক আসরিতা ফরম্যান ১৩৩০টি ডিগবাজি দিয়ে রেকর্ড করেন। দীক্ষা কোন বিরতি ছাড়াই ডিগবাজি দিতে দিতে প্রায় সাড়ে চার কিলোমিটার দূরে চলে যেতে পারে। প্রায় তিন মাইল এভাবে যাওয়ার পরই বিচারকরা মুগ্ধ হয়ে যান। বিচারক কৃষ্ণ বিহার বলেন, ‘মেয়েটি এক ঘণ্টায় ২,৭৮৭টি ডিগবাজি দিয়েছে। শুধু তাই নয়, এভাবে ডিগবাজি দিতে দিতে সে ৪.৪৫৬ কিলোমিটার দূরে চলে গেছে। এটি খুবই বিরল ঘটনা। ওয়েবসাইট অবলম্বনে।
×