ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডাঃ এম আর খানকে দেখতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৯, ২৯ অক্টোবর ২০১৬

ডাঃ এম আর খানকে দেখতে হাসপাতালে  স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের শিশু চিকিৎসার পথিকৃৎ জাতীয় অধ্যাপক ডাঃ এম আর খানকে দেখতে শুক্রবার দুপুরে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ সময়ে স্বাস্থ্যমন্ত্রী তার শয্যার পাশে কিছু সময় অবস্থান করেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল্লাহসহ আরও কয়েকজন চিকিৎসকের তত্ত্বাবধানে স্বাধীনতা পদকপ্রাপ্ত অধ্যাপক ডাঃ এম আর খানের চিকিৎসা চলছে। গত কয়েক মাসে দেশেবিদেশে অধ্যাপক ডাঃ এম আর খানকে তিনবার অপারেশন করা হয়েছে। তার প্রভাব রয়ে গেছে শরীরে। পাশাপাশি হার্ট, উচ্চ রক্তচাপ ও নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত সমস্যা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। জাতীয় অধ্যাপক ডাঃ এম আর খান বাংলাদেশের শিশু চিকিৎসার জনক হিসেবে সর্বজনস্বীকৃত। তিনি নিজেই এক ইতিহাস, একটি প্রতিষ্ঠান। তিনি এ দেশের শিশুস্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞানের পথিকৃৎ। তিনি গড়ে তুলেছেন একের পর এক চিকিৎসা ও সেবামূলক প্রতিষ্ঠান। পেনশনের টাকা দিয়ে গড়েন ডাঃ এম আর খান-আনোয়ারা ট্রাস্ট। দুস্থ মা ও শিশুর স্বাস্থ্যসেবা, তাদের আর্থিক-সামাজিক অবস্থার উন্নয়নে এ ট্রাস্টের মাধ্যমে তিনি নিরন্তর কাজ করে চলেছেন। তার উদ্যোগে গড়ে উঠেছে জাতীয় পর্যায়ের শিশুস্বাস্থ্য ফাউন্ডেশন। প্রতিষ্ঠা করেছেন শিশুস্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, সাতক্ষীরা শিশু হাসপাতাল, যশোর শিশু হাসপাতাল, সাতক্ষীরা ভোকেশনাল ট্রেনিং সেন্টার, রসুলপুর উচ্চবিদ্যালয়, উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা সেন্ট্রাল হাসপাতাল, নিবেদিতা নার্সিং হোমসহ আরও বহু প্রতিষ্ঠান। এ ছাড়া তিনি দেশ থেকে পোলিও দূর করতে উদ্যোগী ভূমিকা রেখেছেন। কাজ করেছেন ধূমপানবিরোধী আন্দোলনের প্রতিষ্ঠান ‘আধূনিক’-এর প্রতিষ্ঠালগ্ন থেকে। পেয়েছেন আন্তর্জাতিক ম্যানিলা এ্যাওয়ার্ড, একুশে পদকসহ আরও অনেক পুরস্কার।
×