ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাবনায় র‌্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে দুই চরমপন্থী নিহত

প্রকাশিত: ০৫:৩৩, ২৯ অক্টোবর ২০১৬

পাবনায় র‌্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে দুই চরমপন্থী নিহত

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৮ অক্টোবর ॥ সাঁথিয়ার গয়েশবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুক্তিযোদ্ধা শাজাহান আলী হত্যা মামলার দুই আসামি চরমপন্থী দলের আঞ্চলিক নেতা র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। শুক্রবার ভোর চারটার দিকে গয়েশবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি বন্দুক, দুটি রামদা ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত বিপ্লব ব্যাপারী ওরফে বিপলু আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের বিলসলঙ্গী গ্রামের আব্দুল প্রামাণিকের ছেলে ও ময়েনউদ্দিন বড় পাইকশা গ্রামের মোতালেব হোসেনের ছেলে। নিহত দুজনই নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের সদস্য ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। র‌্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার এএসপি বীনা রানী দাস জানান, আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েশবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে চরমপন্থী দলের কয়েকজন সদস্য ডাকাতির উদ্দেশ্যে গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় চরমপন্থী দলের সদস্যরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। দু’পক্ষের বন্দুকযুদ্ধ চলার একপর্যায়ে পিছু হটে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ঘটনাস্থলে দুজনের মৃতদেহ পাওয়া যায়। পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের নাম-পরিচয় শনাক্ত করেন। তাদের বিরুদ্ধে আতাইকুলা থানায় গয়েশবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুক্তিযোদ্ধা শাজাহান আলী মাস্টার হত্যা, ডাকাতি, চুরি, ছিনতাই ও ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আতাইকুলা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, লাশ দুটি উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আতাইকুলা থানায় এ বিষয়ে মামলা হয়েছে।
×