ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেল গঠন করে সাইফুলকে জিজ্ঞাসাবাদ করা হবে: পুলিশ

প্রকাশিত: ০১:১৫, ২৮ অক্টোবর ২০১৬

সেল গঠন করে সাইফুলকে জিজ্ঞাসাবাদ করা হবে: পুলিশ

অনলাইন ডেস্ক ॥ দিনাজপুরের পার্বতীপুরে পাঁচ বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলামকে সাত দিনের রিমান্ড আদেশ পেলেও পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেনি। পুলিশ জানিয়েছে, বাছাই করা পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে কমিটি (সেল) গঠন করে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। দিনাজপুর জেলা পুলিশের সদর সার্কেল সহকারী পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা শুক্রবার বলেন, ‘যেহেতু এটি একটি চাঞ্চল্যকর মামলা। তাই ওই আসামিকে এখনও জিজ্ঞাসাবাদ শুরু করা হয়নি। প্রকৃত ঘটনা জানতে বাছাই করা কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সেলের মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’ এদিকে এই ধর্ষণ ঘটনায় আলামত হিসেবে উদ্ধার করা শিশুর কাপড় পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পার্বতীপুর থানার এসআই স্বপন কুমার চৌধুরী। উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর পার্বতীপুরে ওই শিশুকে ধর্ষণ করেন ওয়ার্ড যুবদল নেতা সাইফুল ইসলাম (৩৮)। মেয়েটির শরীরের বিভিন্ন জায়গায় সিগারেটের ছ্যাকা দেওয়া ছাড়াও রক্তাক্ত জখম করেন তিনি। পরদিন হলুদ ক্ষেত থেকে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ল্যাম্ব মিশনারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ভর্তি রয়েছে। তার চিকিৎসায় গঠিত হয়েছে মেডিকেল বোর্ড।
×